শিল্পী : ভ্লাদিমির গর্দিচুক
পৃষ্ঠা সংখ্যা : ২৫৩
আয়তন : ৩২ মে. বা.
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : শুচিস্মিতা দাশগুপ্ত
স্ক্যান ও প্রসেসিং : ঋতুপর্ণা
ডাউনলোড করুন
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
দিদিভাই,
ReplyDeleteইউক্রেনের লোককথা এর লিঙ্কে আমার পশু বন্ধুরা আসছে। একটু ঠিক করে দেবেন?
ঠিক করে দিয়েছি। অনেক ধন্যবাদ।
ReplyDeleteঅনেক ধন্যবাদ। :-)
DeletePlease accept my heartiest gratitude, U have just brought back my childhood..wish u all the best....Toufiq, Bangladesh
ReplyDeleteধন্যবাদ তৌফিক। আমরাও খুব খুশি আপনাকে ছোটোবেলা ফিরিয়ে দিতে পেরে।
Deleteএই বইটা নিয়ে ছোটবেলায় কাড়াকাড়ি করতাম ক্লাসের বন্ধুদের সঙ্গে। হোস্টেলে থাকতাম কিনা। "মুর্জা খেতে দে" বলে হাসাহাসি করতাম। এই বইয়ের প্রচ্ছদ দেখে আবার সেই ছোটবেলায় ফিরে গেলাম। চোখটা ভিজে গেল অজান্তে। আপনাদের অনেক ভালো হোক।
ReplyDeleteআমি মালাকাইটের ঝাঁপি বইটা খুঁজছি বহুদিন হল। পাভেল ঝাঝোভের লেখা। ঐ বইটা কি আছে আপনাদের কাছে?
ReplyDeleteহ্যাঁ সঞ্জীববাবু, মালাকাইটের ঝাঁপি আমাদের কাছে আছে। যথাসময়ে দেখতে পাবেন। সঙ্গে থাকুন।
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteকতদিন আগে পড়া সব গল্প।
ReplyDeleteThanks for your noble enterprise - from the deep of my heart. For all the books!!
ReplyDeleteইউক্রেনের লোককথা বইটার লিঙ্ক ফেসবুকের একটা গ্রুপ "রসেবশে" তে শেয়ার করতে গিয়ে দেখছি দু'বার প্রিভিউতে অন্য ছবি আসছে । যদিও "ইউক্রেনের লোককথা" বইটা ঠিক ঠিকই আসছে । "কুড়ুলের জাউ" গল্পটার জন্যেই লিঙ্কটা দরকার হয়েছিলো । খুব ছোটবেলা থেকেই এই গল্পটা আমার অতিপ্রিয় ।
ReplyDeleteবইটা এইমাত্র পড়ে শেষ করলাম। খুব ভালো লাগলো। ছবিগুলো কেমন জানি অদ্ভুত! কিরকম ঠিক আমি বোঝাতে পারবো না অবশ্য।
ReplyDeleteআর একটা কথা ২৪০, ২৪১ পৃষ্ঠা দুটো দুইবার আছে।
chotobela ta firie dewar janno dhonno bad ekhono er list er onk boi amr kache mint condition e ache :D
ReplyDeleteAmader chhotobelar boi - asonkhyo dhannobad shei din guloke firiye deoar janyo
ReplyDeleteএই বইটির হার্ডকপি কিনতে চাই।কলেজ streeet এ কোন দোকানে পাবো? এ
ReplyDeleteEi boi ta kinte chai , online e kothao paoa jabe ki ?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThank you so much for bringing back my childhood
ReplyDeleteEi boita, aar "Manir Pahar" - amader chhotobela barnomoy kore rekhechhilo. 80's er gram banglay baro hoye otha - shei samoye USSR/India r cultural collaboration e sambhabato ei boigulo chhoriye pore bangla te - taar i du-ekta boi amader hate diyechhilen baba-maa. Aar ebhabei ekta sampurno anyo culture, anyo jagot, anyo manus jon ekdum amader i bhashay, amader i aponjon hoye dhora porechhilo.
ReplyDeleteAaj apnader aklanto prochestay shei chhotobela r sonajhora din-guloi je khali natun kore abishkar korchhi taai noy - amar bachha der porate parchhi. Projonmer por projonmo apnader ei kaaj theke upokrito hobe.
Dhanyobaad diye ei wrin sodh korbar noy - beche thakuk apnader prochesta!