কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : সমীর রায়, পর্ণিক চৌধুরি (দুটি পৃষ্ঠা)
আগে আপলোড করা বইটাতে দুটি পৃষ্ঠা বাদ গেছিল। পর্ণিক চৌধুরি ছেলের জন্যে বইটি রঙিন প্রিন্ট নিতে গিয়ে সেটি আবিষ্কার করেন এবং তাঁর নিজস্ব ছোটোবেলার সংগ্রহের বইটি থেকে পাতা দুটি আমাদের স্ক্যান করে পাঠান। ব্লগের পুরোনো বন্ধু পর্ণিককে কৃতজ্ঞতা নয়, ভালোবাসা জানাই সমস্ত সোভিয়েত বইপ্রেমীদের তরফ থেকে।
স্ক্যান করেছেন : প্রসেনজিৎ, পর্ণিক চৌধুরি (দুটি পৃষ্ঠা)
প্রসেস করেছেন : প্রসেনজিৎ, নির্জন সেন (দুটি পৃষ্ঠা)
khub bhalo prayas
ReplyDeleteছবিতে ছবিতে গল্প বইটা আমার কাছে আছে একটা । ব্যবহারে ব্যবহারে জীর্ণ দশা একেবারে ! আমার কত ভাগ্নে-ভাগ্নী , ভাইপো-ভাইঝি , ছেলেরা ও তাদের বন্ধুরা এই বইটা পড়তে পড়তে মানুষ হল তার আর ইয়ত্তা নেই ! আমার মতে খুব ছোট বাচ্ছাদের কাছে এইটাই সবচেয়ে জনপ্রিয় সোভিয়েত বই । ই-বুক হিসাবে এই বইটা পেয়ে কত শত বাচ্ছা ছেলে-মেয়েরা কি যে আনন্দিত হবে তার আর ইয়ত্তা নেই । ব্লগের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা ।
ReplyDeleteEi boita amar chelebelar priyo boi, ekhon hariye geche...kintu ekhane peye khub bhalo laglo....koto smriti. Ekhuni maa ke send korlam :D
ReplyDelete