পৃষ্ঠা সংখ্যা : ১১৪
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : অজয় গুপ্ত ও অজয় বসুরায় (প্রচ্ছদ)
স্ক্যান ও প্রসেসিং : প্রসেনজিৎ
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
অসাধারণ সব বই, নিশ্চয়ই এই বই থেকেই গোগোলের আইডিয়া পেয়েছিলেন সমরেশ বসু !
ReplyDeleteApnader ei proyash ke sadhubad janai...
ReplyDeleteধন্যবাদ, তানিস্ঠা। সঙ্গে থাকুন।
DeleteNice Work Indeed !!
ReplyDeleteNice work indeed, if possible add "Pencil o Sorbokormar Adventure"
ReplyDeleteভালো কাজ হয়েছে
ReplyDelete"বাঁচতে শেখা" ও "ফেনার রাজ্য" বই দু'টি কি আছে সংগ্রহে? সম্ভবতঃ তুর্গেনেভ ও ইয়েফ্রেমভ এর লেখা ও'দুটো।
ReplyDeleteদুটোই হয়ে আছে । প্রসেসিং বাকি।
Deleteasadharon kaj korchhen! sabrakom vabe achhi. amar kachhe kiki boi achhe ami dekhchhi.
ReplyDeleteপ্লিজ দেখুন, আর আমাদের একটা লিস্টি করে জানান।
DeletePLease see if you can upload "Golpo Aar Chhobi" !
ReplyDeleteখুঁজছি, এখনো পাইনি কারো কাছে থাকলে জানাবেন।
DeleteAbhinandan !!
ReplyDeleteঅসাধারণ!!!! পৃথিবীটা দেখছি, ইউরি গ্যাগারিনের... আশায় আছি...
ReplyDeleteএখনো পাইনি বইটা । কারো কাছে থাকলে জানাবেন ।
DeleteAmar kache punpune pokar golpo ache,ar ali aunushukar golpo..ogulo ki proyojon?
ReplyDeleteধন্যবাদ, গগন। 'আলিওনুশকার গল্প' তো এই ব্লগে রিলিজ হয়ে গিয়েছে। আর 'পুনপুনে' পোকা তো 'আলিওনুশকার গল্প'তেই রয়েছে। তাই না?
Deleteছোটবেলায় পড়েছিলাম । অনেকদিন ধরে এই বইটা খুঁজছিলাম । 'রামধনু' সিরিজের সব বইগুলোই ছিল অসাধারণ । আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে ঋণী থাকাই ভালো । আশীর্বাদ চাইছি যেন, কোনও ভাবে কিছুটা ঋণ শোধ করার চেষ্টা করতে পারি ।
ReplyDelete