Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

পুস্তকের ঋণ

এখানে তাঁদের নাম রইল যাঁরা বিভিন্ন সময়ে বই ধার দিয়েছেন স্ক্যান করার জন্যে। যে বইগুলো তাঁদের ঘরের কোনে, বইয়ের আলমারিতে, ট্রাঙ্কের মধ্যে ছিল কেনার এত বছর পরেও, বাড়ি বদল বা কাগজ বিক্রির সময়কার যাবতীয় বিপজ্জনক ফাঁড়া কাটিয়ে, উঁই, বইপোকার আক্রমণের সম্ভাবনার পাশ কাটিয়ে - সেগুলো তাঁরা কিছু দিনের জন্যে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে যাতে বইগুলোকে অমরত্ব দিতে পারি আমরা। হাজার হাজার লক্ষ লক্ষ হাসিমুখ খুশিহাতে পৌঁছে দিতে পারি তাঁদের বইগুলোকে এই ব্লগের ই-আর্কাইভিং এর মাধ্যমে, সংরক্ষণ করে রাখতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ফিরিয়ে দিতে পারি আপনাদের সবার শৈশব আরেকবার। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তাঁদের নাম রাখা রইল এই পাতায়। চেষ্টা করব তাঁদের সকলের পরিচয় করিয়ে দিতে ব্লগবন্ধুদের সাথে। বন্ধুতা ছড়িয়ে পড়ুক।


বই ধার দিয়েছেন (বর্ণানুক্রমে)
অঙ্কিতা মাইতি
অজয় গুপ্ত
অজয় বসুরায়
অনমিত্র রায়
অনল পাল
অনির্বান সেনগুপ্ত
অভিজিৎ সোম চৌধুরি
অমিতাভ মালাকার
অরিজিৎ বসুরায়
অরুণ সোম
অরুণাভ লাহিড়ি
অরিন্দম পাল
অর্কপ্রভ দত্তগুপ্ত
অলক চক্রবর্তী
আলপনা ঘোষ
ইন্দ্রনাথ ব্যানার্জি
ঋত্বিকা মিশ্র
একরাম আলি
কৌশিক মজুমদার
চিরন্তন কুণ্ডু
চৈত্রালী সেনগুপ্ত
জয়দীপ ভাদুড়ি
ডালিয়া ঘোষ দস্তিদার
তরুণ সান্যাল
তিলোত্তমা রায় ব্যানার্জী
তুষার রায়
দময়ন্তী ও রত্নদীপ দাশগুপ্ত
দেবাশীস মুখোপাধ্যায়
দোলনচাঁপা দাশগুপ্ত
দোয়েলপাখি দাশগুপ্ত
নইমুল হক (টিটু) জোয়ারদার
নভোনীল মুখার্জি
নির্জন সেন
নীলাচল বৈদ্য
নীলাঞ্জন দত্ত
পঙ্কজ সাহা
পূর্ণা চক্রবর্তী
পর্ণিক চৌধুরি
পাভেল ও উপাসনা ভট্টাচার্য
ফরিদ আক্তার পরাগ
বিকাশ গণচৌধুরী
বোধিসত্ত্ব দাশগুপ্ত ও ঊর্বী মুখোপাধ্যায়
ব্রতীন দাস
ম. নূরুল আহসান
মৃত্যুঞ্জয় ব্যানার্জি
মন্দাক্রান্তা দাশগুপ্ত
মালিনী মুখার্জি ও অংশুমান দাস
যশোধরা রায়চৌধুরী
রহমান কাশেম
রাজর্ষি সেনগুপ্ত
রাজীব চৌধুরি
শঙ্কর ঘোষ
শঙ্খশুভ্র ঘোষ
শমীক মুখার্জি
শুচিস্মিতা দাশগুপ্ত
শুভদীপ দত্ত
শুভম রায় চৌধুরি
শুভাশীষ মিত্র
শ্রীকৃষ্ণ লাইব্রেরি
শ্রীপর্ণা দাশগুপ্ত
সঞ্চিতা গোস্বামী
সন্তু বাগ
সংযুক্তা সেনগুপ্ত
সবজান্তা
সমন্বয় মিস্ত্রি
সম্বিত বসু
সমীর কুমার বিশ্বাস
সমীর রায় ও তাঁর পুত্রগণ
সম্পিতা ঘোষ
সরসিজ সেনগুপ্ত
সুচেতনা চট্টোপাধ্যায়
সুচেতনা দত্ত
সুমন্ত মল্লিক
সুমিত দত্ত
সৈকত দত্ত
সোনালী সেনগুপ্ত
সোমনাথ দাশগুপ্ত
সোমশুভ্র ঘোষরায়
সৌম্যেন পাল
সৌরদীপ সিনহা

4 comments:

  1. আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। বই গুলোর কি কোন 'alphabetical index' ওয়েবসাইট এ আছে? আমার সংগ্রহে বেশ কিছু বই আছে, যেগুলো আমি 'upload' করে দেব। তারমধ্যে 'অকম্মার চিঠি' এবং 'নানা চাকা' -ও আছে।
    এর সাথে সংযুক্ত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।
    শারমিন আরা
    ঢাকা

    ReplyDelete
    Replies
    1. নানা চাকা বইটি পেয়েছি ও স্ক্যান করা হয়ে গেছে। "অকম্মা" বইতি যদি স্ক্যান করে দিতে পারেন খুব ভালো হয়। আমরা স্ক্যানের কিছু নির্দিষ্ত নিয়ম মেনে চলি। আপনি অনুগ্রহ করে prosenjitstorage@gmail.com এই মেল অ্যাড্রেসে একটা মেল করতে পারবেন?

      Delete
  2. আপনাদের ধন্যবাদ দেয়ার ভাষা জানা নেই। ছোটবেলার অনেক বই এখনো আমার কাছে অক্ষত আছে। আমার রাশিয়ান শৈশব আমার বুকে জমা থাকবে।
    আচ্ছা , একটু সাহায্য করা যাবে ? একটা গল্পের নাম ঠিক মনে করতে পারছি না। আতশ পাখির কিংবা ফিনিক্স পাখি বিষয়ক , জেতার নায়ক আইভান।

    ReplyDelete
  3. Another experience of socialism , so many books are free of cost NO capitalist mind can even think abut it .

    ReplyDelete

Navigator