বইটির ডাস্ট জ্যাকেট আমরা সংগ্রহ করতে পারি নি। কারো সংগ্রহে থাকলে আর্কাইভিং-এর স্বার্থে অনুগ্রহ করে যোগাযোগ-এর পাতায় দেওয়া মেল আইডি বা ফোন নম্বরে জানাবেন। আগাম ধন্যবাদ।
ঘোষণা
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

অমল ধবল পাল - ভালেন্তিন কাতায়েভ (অনুঃ মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়)
বইটির ডাস্ট জ্যাকেট আমরা সংগ্রহ করতে পারি নি। কারো সংগ্রহে থাকলে আর্কাইভিং-এর স্বার্থে অনুগ্রহ করে যোগাযোগ-এর পাতায় দেওয়া মেল আইডি বা ফোন নম্বরে জানাবেন। আগাম ধন্যবাদ।