পৃষ্ঠা সংখ্যা : ২৫৬
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : শুভদীপ দত্ত ও শান রয় (প্রচ্ছদ)
স্ক্যান ও প্রসেসিং : ঋতুপর্ণা
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
আমার হারিয়ে যাওয়া বই!
ReplyDeleteবই গুলোর ফাইল সাইজ আরও কম রাখা যায় না?
ReplyDeleteহ্যাঁ ফয়জলবাবু, গুণমানের সঙ্গে আপোস করলে ফাইলের সাইজ আরও কম করা যায় বইকি। কিন্তু ওই আপোসটাই যে আমরা করি না।
ReplyDeleteAnek dhonnyobad....prangshaniya proyas..
ReplyDeleteএই বইটি যখন হাতে পাই, তখন সম্ভবত আমি ক্লাস ফাইভে পড়ি। তার আগে কোনো রাশিয়ান বই পড়ি নি। সুন্দর করে বাঁধানো বই আর অসম্ভব সুন্দর সব ছবি। কেমন একটা যেন গন্ধ ছিল বইটার। তিরিশ টাকা দাম ছিল, সেটাও মনে আছে। এই গল্পগুলোই প্রথম আমাকে অন্য অজানা এক দেশের বড়ো কাছে এনে দিয়েছিল। রাশিয়া আমার বাড়ির পাশের আরশিনগর হয়ে উঠেছিল।
ReplyDeleteLink thik kore diyechhi..
ReplyDeleteসোভিয়েতে প্রকাশিত বইগুলো দেখে খুব ভাল লাগলো। ঢাকার নীল ক্ষেতে এই বইগুলো আমি কিনেছিলাম তারপর সেগুলো হারিয়ে ফেলেছি। সার্কাসের ছেলে,মুমু,পূর্বক্ষন,আন্না কারেনিনা এসব বই আমি পড়েছি এখন এগুলো কে আবার দেখতে পেয়ে আমি সত্যিই আনন্দে আত্মহারা এবং যারা এই প্রকাশনীর সঙ্গে জড়িত তাদের প্রতি রইল কৃতজ্ঞতা।
ReplyDelete