Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Friday, August 16, 2013

ইউক্রেনের লোককথা (অনু: ননী ভৌমিক)

 

ইউক্রেনের সাতাশটি লোককথার অপরূপ সমাহার
হাইপারলিঙ্ক করা সূচিপত্র

সংকলক : ভ্লাদিমির বইকো
অনুবাদ : ননী ভৌমিক 
শিল্পী : ভ্লাদিমির গর্দিচুক
প্রকাশনা : রাদুগা প্রকাশন (রাশিয়া থেকে মুদ্রিত)
পৃষ্ঠা সংখ্যা : ২৫৩
আয়তন : ৩২ মে. বা.




কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : শুচিস্মিতা দাশগুপ্ত
স্ক্যান ও প্রসেসিং
ঋতুপর্ণা


ডাউনলোড করুন

18 comments:

  1. দিদিভাই,

    ইউক্রেনের লোককথা এর লিঙ্কে আমার পশু বন্ধুরা আসছে। একটু ঠিক করে দেবেন?

    ReplyDelete
  2. ঠিক করে দিয়েছি। অনেক ধন্যবাদ।

    ReplyDelete
  3. Please accept my heartiest gratitude, U have just brought back my childhood..wish u all the best....Toufiq, Bangladesh

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ তৌফিক। আমরাও খুব খুশি আপনাকে ছোটোবেলা ফিরিয়ে দিতে পেরে।

      Delete
  4. এই বইটা নিয়ে ছোটবেলায় কাড়াকাড়ি করতাম ক্লাসের বন্ধুদের সঙ্গে। হোস্টেলে থাকতাম কিনা। "মুর্জা খেতে দে" বলে হাসাহাসি করতাম। এই বইয়ের প্রচ্ছদ দেখে আবার সেই ছোটবেলায় ফিরে গেলাম। চোখটা ভিজে গেল অজান্তে। আপনাদের অনেক ভালো হোক।

    ReplyDelete
  5. আমি মালাকাইটের ঝাঁপি বইটা খুঁজছি বহুদিন হল। পাভেল ঝাঝোভের লেখা। ঐ বইটা কি আছে আপনাদের কাছে?

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ সঞ্জীববাবু, মালাকাইটের ঝাঁপি আমাদের কাছে আছে। যথাসময়ে দেখতে পাবেন। সঙ্গে থাকুন।

      Delete
  6. কতদিন আগে পড়া সব গল্প।

    ReplyDelete
  7. Thanks for your noble enterprise - from the deep of my heart. For all the books!!

    ReplyDelete
  8. ইউক্রেনের লোককথা বইটার লিঙ্ক ফেসবুকের একটা গ্রুপ "রসেবশে" তে শেয়ার করতে গিয়ে দেখছি দু'বার প্রিভিউতে অন্য ছবি আসছে । যদিও "ইউক্রেনের লোককথা" বইটা ঠিক ঠিকই আসছে । "কুড়ুলের জাউ" গল্পটার জন্যেই লিঙ্কটা দরকার হয়েছিলো । খুব ছোটবেলা থেকেই এই গল্পটা আমার অতিপ্রিয় ।

    ReplyDelete
  9. বইটা এইমাত্র পড়ে শেষ করলাম। খুব ভালো লাগলো। ছবিগুলো কেমন জানি অদ্ভুত! কিরকম ঠিক আমি বোঝাতে পারবো না অবশ্য।
    আর একটা কথা ২৪০, ২৪১ পৃষ্ঠা দুটো দুইবার আছে।

    ReplyDelete
  10. chotobela ta firie dewar janno dhonno bad ekhono er list er onk boi amr kache mint condition e ache :D

    ReplyDelete
  11. Amader chhotobelar boi - asonkhyo dhannobad shei din guloke firiye deoar janyo

    ReplyDelete
  12. এই বইটির হার্ডকপি কিনতে চাই।কলেজ streeet এ কোন দোকানে পাবো? এ

    ReplyDelete
  13. Ei boi ta kinte chai , online e kothao paoa jabe ki ?

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete

Navigator