Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Friday, March 6, 2015

শিশু পালন - লিদিয়া ত্রাস্নোগোরস্কায়া (অনু: ননী ভৌমিক)


সগর্ব ২০০ পেরিয়ে সানন্দে এল ২০১ তম বই

বাবা-মায়ের জন্য অমূল্য ও অপরিহার্য


 






রচনা : লিদিয়া ত্রাস্নোগোরস্কায়া
অনুবাদ : ননী ভৌমিক

প্রকাশনা :  প্রগতি প্রকাশন (মস্কো)
পৃষ্ঠা সংখ্যা : ১৩২
  আয়তন : ৮১ মে. বা.




কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : ফরিদ আক্তার পরাগ
স্ক্যান করেছেন : ফরিদ আক্তার পরাগ
প্রসেস করেছেন : সৌরদীপ সিনহা

9 comments:

  1. অনেক অনেক অভিনন্দন। আপনাদের এই পথচলা যেন কখনো না থামে এই প্রার্থনা করি। খুব ভাল লাগলো বই টা দেখে, আমার শিশুটিকে পালন করতে বইটি খুবই উপযোগি হবে, এই আশা রাখি......

    ReplyDelete
  2. Good , hub bhalo lagche je Samajik dayittobodh o elo , :) :) , tobe ekhonkar ja sishu

    ReplyDelete
  3. Interesting book. Hope some day when access will be open again :) Then we can read this.

    ReplyDelete
  4. এতগুলো কমেন্ট পেয়ে আমরা অভিভূত। আপনাদের বুকভরা কৃতজ্ঞতা জানাই। এভাবেই সঙ্গে থাকুন, একটু উৎসাহ দিন। এটা যে একজন এডিটারের কাছে কতখানি কি করে বোঝাব?

    ReplyDelete
  5. আশা করা যায় যে, এই বিশাল কর্মযজ্ঞের সাথে জড়িত সকলেই অমর হয়ে থাকবেন।

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. আমরা আশা করতে পারি খুব শীঘ্রই সোভিয়েত
    বইয়ের কাজ শেষ হবে। সেদিন হয়ত বেশি দূরে নয়
    যেদিন আর একটি বই ও স্ক্যান করা অবশিষ্ঠ থাকবে।
    তারপর কি চাইনিজ বই বা বিশেষ কোন লেখক কে
    নিয়ে কাজ করবেন? জানতে বড় ইচ্ছা হয়। আপনাদের
    প্রতি অনেক কৃতজ্ঞতা রইল, আর অনেক শুভকামনা।

    ReplyDelete
  8. বইটা দেখে অনেক ভালো লাগল। আমি এই বইটা পৃন্ট করে আমার এক আত্মিয়কে উপহার দিব। পরাগ ভাই এবং সৌরদীপ ভাইকে আমার আন্তরিক অভিনন্দন ।

    ReplyDelete
  9. very useful book. Every parent should apply these techniques of this book to raise their children.

    ReplyDelete

Navigator