কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : সৌম্যেন পাল
স্ক্যান করেছেন : প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়
প্রসেস করেছেন : প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
প্রবন্ধ গুলো পড়তে খুবই আগ্রহ হচ্ছে, পড়ার সুযোগ করে দিলে বাধিত হই। একদম অন্য ধরনের বই, খুব ভালো লাগলো দেখে। অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে।।
ReplyDeleteদেড় মাসের ও বেশী অপেক্ষার পরে বইটা পেয়ে যে কী ভালো লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। যতো ধন্যবাদ ই দেওয়া যাকনা কেন, সবই কম হবে আপনাদের কঠোর পরিশ্রমের কাছে।।
ReplyDeleteআপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
ReplyDeleteএই বইটার সম্বন্ধে আগে কিছুই জানতাম না । এখন ডাউনলোড করি । পড়ে তারপর লিখব কেমন লাগল । তবে ভাল য়ে লাগবেই সেটাও জানি ।
ReplyDeleteবইটা সবার জন্য উন্মুক্ত করে দেয়ার জন্য আপনাদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা। বইটা পরার অনেক ইচ্ছা হচ্ছে। আশা কড়ছই খুব দ্রুত পড়ে ফেলব। ধন্যবাদ সৌম্যেন দা কে বইটা ধার দেয়ার জন্য আর প্রসেঞ্জিৎ দা কে বইটা স্ক্যান আর সাথে রসেস করার জন্য ।
ReplyDeleteসময় ও শ্রম দিয়ে বইটা স্ক্যান ও প্রসেস করার কষ্টটুকু স্বীকার করে সকলের পড়ার জন্য উন্মুক্ত করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
ReplyDeleteএতগুলো কমেন্ট পেয়ে যে কি ভালো লাগে কি বলব! আমরা কোনওদিনই জলছাপের পক্ষপাতী ছিলাম না জানেন? চিরকাল জোর গলায় প্রতিবাদ জানিয়েছি। তাই ঠিক করা হয়েছে যেসব বই চুরি হবার সম্ভাবনা কম সেগুলো আমরা উন্মুক্ত করেই দেব।
ReplyDeleteআপনাদের-কে কি শুধু ধন্যবাদ দিয়ে চলে যাবো.?
ReplyDeleteকক্ষনও-না।
আপনাদের কঠোর পরিশ্রম আর ভালোবাসার ছুঁয়া
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা নিবেন