অনুবাদ : ননী ভৌমিক
ছবি এঁকেছেন : বরিস মার্কেভিচ
প্রকাশনা : প্রগতি প্রকাশন (মস্কো)
প্রকাশন কাল : ১৯৭৫
পৃষ্ঠা সংখ্যা : ১৬
আয়তন : ২৫ মে. বা.
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : সমীর রায়, সংযুক্তা সেনগুপ্ত
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন, ফরিদ আক্তার পরাগ
ছবিগুলো খুব সুন্দর, আর নামটাতো দারুণ আগ্রহ জাগাচ্ছে... বালিশের সঙ্গে আড়ি করে কীহয় জানার ইচ্ছে রইলো।
ReplyDeleteসেটা জানার সবচেয়ে ভালো সময় হচ্ছে এইটে। গরমের দুপুরে একবার গরম বিছানায় শোবেন, একবার মাটিতে শীতলপাটি বিছিয়ে শোবেন, তাহলেই বুঝতে পারবেন আশা করি।
ReplyDeleteএসব বই কখনো ফেলে রাখি না। নামানোর সাথে সাথে পড়া শেষ। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
ReplyDeleteআড়ি না করে সোজা নামিয়ে নিলুম.....
ReplyDeleteনামটাই যে কেউকে বইটার প্রতি আলাদা আগ্রহ বাড়িয়ে দিবে। ধন্যবাদ আপনার এই বইয়ের পিছনে অবদানের জন্য । সমীর রায়, সংযুক্তা সেনগুপ্ত , সোমনাথ দাশগুপ্ত, নির্জন সেন, ফরিদ আক্তার পরাগ ভাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল ।
ReplyDelete