অনুবাদ : সুপ্রিয়া ঘোষ
ছবি এঁকেছেন : তাতিয়ানা শেভারেভা
প্রকাশনা : রাদুগা প্রকাশন (মস্কো)
প্রকাশন কাল : ১৯৮৯
পৃষ্ঠা সংখ্যা : ১৬
আয়তন : ৪৮ মে. বা.
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : সোমশুভ্র ঘোষরায়
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন
পড়তে চাই, ছবি দেখতে চাই... চাওয়ার আর শেষ নেই... ঠিক যেমন আপনাদের যোগানের ও শেষ নেই। তবে এটা খুব সত্যিকথা যে আপনাদের যোগানের সঙ্গে পাল্লা দিয়ে পড়ে ফেলতে পারি না, কত্তো বই পড়া বাকী এখনো...
ReplyDeleteপুরানো বই পড়া থাকতেই হবে তার তো কোন যুক্তি দেখি না। মানুষ বই তো আনন্দ পাবার জন্যই পড়ে নাকি? তাহলে আপনারা কেন জোড় করে গিলাতে চান? নেটে কত সাইট আছে যারা শুধু মানুষকে বই পড়তে দেয়ার জন্য রাতদিন খেটে বই দেয়, তাদের বই ও চুরি হয়, কই তাই বলে তারা তো বই পড়তে দেয়ার সুযোগ বন্ধ করে নাই? জ্ঞান তো মুক্ত ভাবেই ছড়ানো উচিৎ নাকি? জানি আমার কথায় আপনাদের কিছুই যাবে আসবে না, তাতেই বা কি? আমি আমার কথা বলব না?
ReplyDeleteযদি পড়তেই না দেবেন তো খালি মানুষকে ছবি দেখিয়ে লাভ কি ভাই? মহৎ কাজ করতে হয় মন ভরে, হাত ভরে করে লাভ নাই। কোথাকার কোন বর্গি ধান নিয়ে গেল, তার জন্য আপনারা সবার খাওয়াই বন্ধ করে দিতে চান? নিয়ম নীতি তৈরী করে আর যাই হোক সাহিত্যের চর্চা হতে পারে না। ফেসবুকে আপনাদের গ্রুপই তো তার উদাহরণ সাহিত্যের কোন পোস্টই হয় না...আপনারা নিজেরাই তো কোন রিভিউ দেন না মানুষে কি দিবে?
ReplyDeleteetir preview copy r jonne odhir opekhy bose achi...
ReplyDeleteকি সুন্দর ছবি! এই বইটা আগে দেখি নি, ব্লগেই প্রথম দেখলাম।
ReplyDeleteযে ছবি তাতে কার না পড়তে ইচ্ছে হবে না । ধন্যবাদ অক্লান্ত পরিশ্রমের জন্য সোমশুভ্র দা, সোমনাথ দা আর নির্জন দা কে ।
ReplyDeleteএগুলো কি পেইড বই? ডাউনলোড করা যায় না কেন?
ReplyDeleteআপনারা অসামান্য কাজ করেছেন।
ReplyDeleteআমার কাছে কিছু সোভিয়েতে প্রকাশিত পুরানো বই আছে। আমি আপনাদের দিতে চাই। কীভাবে দেবো যদি দয়া করে জানান।