চিরায়ত সোভিয়েত সাহিত্যে অন্তর্ভুক্ত
রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত
বহু ভাষায় অনূদিত উপন্যাস
এবার বাংলায়
প্রথম সারির অনুবাদক শ্রী অরুণ সোমের অনুবাদে
প্রকাশ কাল : ১৯৭৮
পৃষ্ঠা সংখ্যা : ৪৬১
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : সৌরদীপ সিনহা
স্ক্যান করেছেন : সৌরদীপ সিনহা
প্রসেস করেছেন : সৌরদীপ সিনহা
'স্বেচ্ছায়' বললে সামান্যই বলা হয়, বারংবার মেল করে করে বিভিন্ন বই স্ক্যান-প্রসেস করে দিতে চেয়ে অবশেষে সে এই স্থূলাকার পুস্তকটির জন্য বিনামূল্যে করসেবাদানের 'বরাত' সে পেয়েছে। তারপরেও সম্পূর্ণ নিজ দায়িত্বে আমাদের কাজের পদ্ধতি সম্পর্কে সম্যক অবহিত হয়েছে এবং তা কঠোরভাবে মান্য এই চোখ ধাঁধানো স্ক্যান-প্রসেসই যে শুধু করেছে তা-ই নয়, চার পৃষ্ঠার সুদীর্ঘ সূচিপত্রটিকে সম্পূর্ণরূপে হাইপারলিঙ্ক-সমৃদ্ধ করে যে অসীম ধৈর্য, নিষ্ঠা ও উদারতার পরিচয় দিয়েছে তা প্রকৃতি শিক্ষণীয় ও নমস্য।
সৌরদীপ সিনহাকে আমার পক্ষ থেকেও অভিনন্দন।
ReplyDeleteধন্যবাদ দিয়ে ছোটো করতে চাইনা, কিন্তু অসাধারণ এই উদ্যোগকে মন থেকে অভিনন্দন।
ReplyDeletevery good job...there are two more parts of this book..can anybody let me know from where can I get that.
ReplyDeletecan you please upload ABC of social and political knowladge series
ReplyDeleteenglish or bengali