Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Saturday, December 7, 2013

রূপের ডালি খেলা - ইউ. ইয়াকোভলেভ (অনু: ননী ভৌমিক)







অনুবাদ : ননী ভৌমিক
অঙ্গসজ্জা : ভ. ইলিউশ্চেঙ্কো
প্রকাশনা :
প্রগতি প্রকাশন, মস্কো
পৃষ্ঠা সংখ্যা : ১৩০
আয়তন : ১৬ মে. বা.


কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : অমিতাভ মালাকার, পূর্ণা চক্রবর্তী
স্ক্যান করেছেন : প্রসেনজিৎ
প্রসেস করেছেন প্রসেনজিৎ



ডাউনলোড করুন

9 comments:

  1. ...ei boita ...bishesh kore ruper dali khela golpo ta amr jeebon e ekta mor-ghorano ghatona........jake bole ..'game changer'.....sudhu chhotoder noy ...baroder jonno o.......rather baroder jonnei....




    ReplyDelete
    Replies
    1. কখনো শেয়ার করবেন আমাদের সাথে ব্যক্তিগত ভাবে বা সবার সাথে ব্লগেই। গল্পের বই এর সাথে ব্যক্তিমানুষের জিবন জড়ানো ঘটনা জানতে উৎসাহি হবেন অনেকেই।

      Delete
    2. ##
      এখন আমরা বুঝি যে সাত নম্বর ফ্ল্যাটের নিন্কা ছিল অসাধারণ অসুন্দর:
      চৌরা খাঁদা নাক ছিল তার, মোটা মোটা ঠোঁট, তার চারিপাশে আর কপালে রুটির গুঁড়োর মতো ছুলি। বিবর্ণ চোখ। সোজা সোজা অঘোম চুল। হাঁটতো পা ঘষে ঘষে , পেটটা সামনে এগিয়ে দিয়ে। কিন্তু এসব আমাদের চোখে পড়তো না। যে ন্যায়পর অজ্ঞতায় আমরা তখন ছিলাম তাতে ভালো মানুষকে ধরা হতো সুন্দর আর খারাপ কে অসুন্দর !


      ##
      নিনকাও শুধু একটা আয়্নাই জানত, রূপের ডালি খেলার সময় যে-আয়্না হতাম আমরা।
      বিশ্বাস করত সে আমাদের। আর গালে তিল-ওয়ালা এই ছোঁড়াটা কিনা ভেঙে দিল আমাদের আয়নাটা।
      হাসিখুশি , মায়াময়, জীবন্ত আয়নার বদলে দেখা দিল ঠান্ডা , মসৃণ , নিস্করুণ একটা জিনিস। জীবনে এই প্রথম তাতে একদৃষ্টে তাকিয়ে দেখল নিনকা --- রূপসীকে খুন করলে আয়না।

      Delete
  2. এই বইটা আমার বোন জন্মদিনে পেয়েছিল ১৯৭২ সালে। তারপর অতি সাবধানে এত বছর ধরে যত্ন করে রেখে দিয়েছি এই ভয়ে যে আর তো এটা পাওয়া যাবে না। আমাদের দুই মেয়ে, তারা দুজনও পড়েছে রুপের ডালি খেলা। কিন্তু দুজন দুই বাড়ীতে থাকে বলে, কিছুটা টানাটানি হয় ওই একটা বই নিয়ে। আপনাদের ধন্যবাদ। এবার ম্নে হচ্ছে সমস্যা মিটল। :)

    ReplyDelete
    Replies
    1. সঙ্গে থাকবেন। আর ভাল ভাল বই পাবেন। আরও অনেক সমস্যা মিটে যাবে :-)

      Delete
  3. এই বইটা কয়েকদিন আগে কিনেছি। গল্পগুলো অনেক ভালো। ঈশরে,সব রুশ বইগুলো যদি পাওয়া যেত।

    ReplyDelete
  4. kon class chhilos eta r aj mone nei, kintu school e poRte ei boita ami school library theke niye porechhilam. class teacher Miss. Nath poRte bolechhilen. takhon e boitar obostha korun chhilo khub, aj hoito r nei... :( apnader jonyo boita ebar nijer kore pelam.onek dhnyobad apnader.. :)

    ReplyDelete
  5. সবচেয়ে বেশিবার পড়া গল্পের বই। আরেকটা হচ্ছে পেন্সিল আর সর্বকর্মার এডভেঞ্চার। এখনো মাথার পাশেই থাকে :)

    ##
    এখন আমরা বুঝি যে সাত নম্বর ফ্ল্যাটের নিন্কা ছিল অসাধারণ অসুন্দর:
    চৌরা খাঁদা নাক ছিল তার, মোটা মোটা ঠোঁট, তার চারিপাশে আর কপালে রুটির গুঁড়োর মতো ছুলি। বিবর্ণ চোখ। সোজা সোজা অঘোম চুল। হাঁটতো পা ঘষে ঘষে , পেটটা সামনে এগিয়ে দিয়ে। কিন্তু এসব আমাদের চোখে পড়তো না। যে ন্যায়পর অজ্ঞতায় আমরা তখন ছিলাম তাতে ভালো মানুষকে ধরা হতো সুন্দর আর খারাপ কে অসুন্দর !


    ##
    নিনকাও শুধু একটা আয়্নাই জানত, রূপের ডালি খেলার সময় যে-আয়্না হতাম আমরা।
    বিশ্বাস করত সে আমাদের। আর গালে তিল-ওয়ালা এই ছোঁড়াটা কিনা ভেঙে দিল আমাদের আয়নাটা।
    হাসিখুশি , মায়াময়, জীবন্ত আয়নার বদলে দেখা দিল ঠান্ডা , মসৃণ , নিস্করুণ একটা জিনিস। জীবনে এই প্রথম তাতে একদৃষ্টে তাকিয়ে দেখল নিনকা --- রূপসীকে খুন করলে আয়না।

    ReplyDelete
  6. Ai books ta Amar class 2 Er puroskar paoa boi1988 a . Ajo ase . Ato sundor golpo! Birboti vasia, ruper dali khela, ajo pori ar vabi teacher Amader koto sundor books diesilen. Jani na aj unara kotai! Sobar pora usit!

    ReplyDelete

Navigator