প্রকাশনা : বিদেশী ভাষায় সাহিত্য প্রকাশালয়, মস্কো
পৃষ্ঠা সংখ্যা : ১১৯
আয়তন : ১০ মে. বা.
কৃতজ্ঞতা স্বীকার
প্রসেস করেছেন : প্রসেনজিৎ
ডাউনলোড করুন
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
বইটি আমাকে ছোটবেলাই ভীষণ অনুপ্রাণিত করত । কতবার যে পড়েছি ।
ReplyDelete.....meresiev ke niye lekha ...ar ekta boi ..."manusher moto manush" ...nischoi porechhen apni....oi boita...NBA abar reprint korchhe kichhudin holo.....
Deleteআসল রুশ প্রিন্টের মানুষের মতো মানুষ বইটার পাবেন খুব শিগ্গির আমাদের ব্লগেই। পাশে থাকুন, আর আরো বেশি বেশি মানুষকে জানান আমাদের এই ব্লগ এই প্রচেষ্টার কথা।
Delete"এঁকে বিশ্বাস করা চলে" এই বইটা কি বোরিস পলেভয়ের লেখা "মানুষের মত মানুষ" বইটার অন্য একটা অনুবাদ ?
ReplyDeleteআর আসল রুশ প্রিন্টের মানুষের মতো মানুষ বইটার প্রথম দিককার সংস্করনটা কি আছে ? যেটাতে নামী সোভিয়েত শিল্পীদের আঁকা দুর্দান্ত কিছু পেন্সিল স্কেচ আছে ? যদি না থাকে তাহলে বলবেন - আমার কাছে একখানা আছে । শেষের দিকে একখানা সংস্করন বেরিয়েছিলো যাতে অন্যরকম ছবি দেওয়া ছিলো , আমার একদম পছন্দ ছিলো না ।
সমীরবাবু, হ্যাঁ, "এঁকে বিশ্বাস করা চলে" এই বইটা বোরিস পলেভয়ের লেখা "মানুষের মত মানুষ" বইটার গ্রাফিক নভেল ভার্সান । প্রথম দিককার সংস্করণটাই আমরা ব্লগে দেবো, যার লাল রঙের হার্ড কভারের উপর তুলোট কাগজে জল রঙে আঁকা ছবি রয়েছে। আপনি আশা করি ওটার কথাই বলছেন। একটি মান্না দে মার্কা টুপি পরা লোকের ক্লোজ আপ ছবির কভারের পরের দিকের পেপার বাইন্ড বইটার শুধু কভারটাই ঐতিহাসিকতার স্বার্থে দিতে চাই, কিন্তু ছবি বিহীন ঐ বইটি, যেটার অনুকরণে এন বি এ-র বর্তমান রিপ্রিন্ট, সেটা আমাদেরও ঘোর অপছন্দের।
Deleteভালো থাকবেন। আপনার মতো রুশ বইপ্রেমী মানুষকে ব্লগে পাশে পেয়ে আমরা গর্বিত।
বোরিস পলেভয়ের লেখা "মানুষের মত মানুষ" বইটার হার্ডকপি আমাদের কাছে আছে। যদি আপনারা এটা ব্লগে সংযুক্ত করতে চান তবে আমরা সাহায্য করতে পারি।
ReplyDeleteধন্যবাদ Fatema, বইটি আমরা পেয়েছি।
ReplyDeleteবোরিস পলেভয়ের লেখা "মানুষের মত মানুষ" বইটি খুঁজে পাচ্ছি না। দয়া করে যদি লিংক টি দিতেন @ প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়
ReplyDelete