(অন্যটি এইখানে)
অনুবাদ : রবীন্দ্র মজুমদার
সম্পাদনা : অরুণ সোম
অঙ্গসজ্জা : মেদাত কাগারোভ
প্রকাশনা : রাদুগা প্রকাশন, তাশখন্দ
প্রকাশনা কাল : ১৯৮৬
পৃষ্ঠা সংখ্যা : ২২৬
আয়তন : ২৬ মে. বা.
কৃতজ্ঞতা স্বীকার
প্রসেস করেছেন : প্রসেনজিৎ
ডাউনলোড করুন
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
একটা অসাধারণ বই ।
ReplyDeletethnx a lot. keep it up
ReplyDeletesanghateek
ReplyDeleteDarun boi. School e thakar somoy porrechilam. Abar ekhane fire pelam, aapnader proyase. Onek onek dhonyobaad.
ReplyDeleteei boi ta haat e peye khub bhallaglo :)
ReplyDeletedhonnyobaad dada :)
ei boi ta haat e peye khub bhallaglo :)
ReplyDeletedhonnyobaad dada :)
Amar copy ta harie geche. Hothat kore abar boyta payae khub valo lagche. Aamar cheter boyos tiin bochor, takeo aamar se somoyer seethe porichito korte parbo. Ai procheshtar shathe jara jukto, tader dhonnobad janai aai shukhossritir jonno. Choto bellar sai Uttejona aabar pacchi... Valo thakben
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ! লাল সালাম জানাই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ এর পক্ষ থেকে 😇
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ দাদা৷ বইটি আমার কাছে অনেক ভালো লেগেছে
ReplyDeleteDarun prochesta apnader. Ei blog ta bypar e 3 Rd Nov anadabazar patrika te ekta article published hoyeche. Sekhan thekei jante parlam. Onek dhonnobaad apnader ei prochesta ka. Russian boi gulo kintu darun interesting. Abar porar sujog peye Ami khub khushi
ReplyDelete