Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Wednesday, December 4, 2013

তিমুর ও তার দলবল - আর্কাদি গাইদার (অনু: গিরীন চক্রবর্তী, সম্পাদনাঃ ননী ভৌমিক)




অনুবাদ ও সম্পাদনা : ননী ভৌমিক
অঙ্গসজ্জা : ভ. আলেক্সেয়েভ ও ন. গ্রিশিন
প্রকাশনা :
রাদুগা প্রকাশন, মস্কো
পৃষ্ঠা সংখ্যা : ৮৯
আয়তন : ৬ মে. বা.


কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : চিরন্তন কুণ্ডু
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : প্রসেনজিৎ



ডাউনলোড করুন

10 comments:

  1. Replies
    1. Thank You.. Stay beside and enjoy your childhood regained...

      Delete
  2. অসাধারণ ! অনেক দিন ধরে এই বইটা খুঁজছিলাম...

    ReplyDelete
    Replies
    1. আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন আমাদের এই প্রয়াসের কথা। যত বেশি মানুষের মুখে এই হাসি এই আনন্দ এনে দিতে পারব তত নিজেদের কাজে বেশি বেশি উৎসাহ পাবো।

      Delete
  3. খুব ভালো একটি উদ্যোগ । বইগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

    ReplyDelete
  4. তিমুর ও তার দলবল বইটি আমার এক বন্ধু'র কাছে দেখেছিলাম - তখন ক্লাস ৩-তে পরি - বই পত্তর ধার নেওয়ার কথা বলতে বাধ-বাধ লাগতো বলে তাদের বাড়ি গিয়েই এক বিকালে পরে ফেলেছিলাম এটা| কিন্তু গল্পটা মনে নেই এখন হঠাত এই বইটার কথা মনে হতে বাংলায় সার্চ করতেই আপনাদের সাইটের খোঁজ পেয়ে গেলাম - এটা লাইব্রেরী বলা যায় না - এ হলো ছেলেবেলা'র লুকোনো স্মৃতি'র স্বর্ণভান্ডার! খুব ভালো লাগলো - অনেক ধন্যবাদ|

    ReplyDelete
  5. অনেক দিন ধরেই পুরোনো বইগুলোর দোকানে বাল্যকাল ও কিশোর বয়েসে মুগ্ধ হয়ে পড়া সোভিয়েত বাংলা বই খুঁজছিলাম। মাঝে মাঝে অতি ব্যবহারে জীর্ন দু একটি বই যে পেতাম না তা নয়। কিন্তু তাতে কি মনের তিয়াস মিটতো? কখনই না। অবশেষে ইয়াহু সার্চ দিয়ে পেলাম আপনাদের এই অপূর্ব অসাধারন ব্লগটি। সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে একটি কথা। বইগুলো সাঁজানোর পদ্ধতি অনেকটাই জটিল। ফলে যে সব বইএর নাম ভূলে গেছি তা খুঁজে পেতে অনেক কষ্ট হচ্ছে।

    ReplyDelete
  6. ধন্যবাদ বই টি আমার সংগ্রহ আছে😊

    ReplyDelete
  7. বহুবছর ধরে এই বইটা খুঁজছি। এখন পেয়ে কি রে ভালো লাগলো‍.. আপনাদের এই প্রয়াসের জন্যে ধন্যবাদ। আরো একটি বই বৈকাল আমুর রেলপথ পেলে ভালো লাগতো।

    ReplyDelete
  8. প্রায় গত ১৭-১৮ বছর ধরে খুঁজতে থাকা সেই বইটা পেলাম। মনটা যে কি শান্ত, আনন্দিত লাগছে বলে বোঝাতে পারবো না।
    কৈশোরের পড়া একটি বিদেশি সাহিত্য বই মনে এতটাই দাগ কেটে গেছিল যে যৌবনে পদার্পন করেই তা খুঁজতে থাকি। কৈশোরে দাগ কেটে যাওয়া মায়ার রাজ্যে ভেসে বেড়ানো সেই বইটি এত বছর ধরে খুঁজে চলেছি। আবছা হয়ে থাকা স্মৃতির পরত থেকে একটা চরিত্র, এক লাইনের ঘটনা এসব বলে কতজনের যে দ্বারস্থ হয়েছি যদি তারা খুঁজে দিতে পারে বইটি। চরিত্রটির নাম ছিলো তিমুর, সেটা আমার স্মৃতিতে দাঁড়িয়েছিল তৈমুর লং নামে। সেই কিওয়ার্ড দিয়ে প্রচুর খুঁজেছি। বহুবার ঘুমের মধ্যেও বইটির চরিত্র বা গল্পের নির্যাস নিয়ে অনেক স্বপ্নও দেখেছিলাম। তারপর ঘুম ভেঙে মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল বইটি না খুঁজে পেয়ে। অনেক কষ্টও পেয়েছি পাইনি বলে। অবশেষে দীর্ঘ খোঁজার অবসান হল। আজ পেলাম বইটি। বইটির নাম তিমুর ও তার দলবল- লেখক আর্কাদি গাইদার। কি যে ভালো লাগছে। সত্যিই চেষ্টা, আগ্রহ, প্রবল জেদ থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। ধন্যবাদ লেখক, ধন্যবাদ ননী ভৌমিক স্যার, ধন্যবাদ #গুগল , ধন্যবাদ ও অসীম শ্রদ্ধা সেই মানুষটিকে যার বাড়িতে বসে বইটি পড়েছিলাম, ধন্যবাদ https://sovietbooksinbengali.blogspot.com/p/blog-page_1.html?m=1 ওয়েবসাইট টিম, ধন্যবাদ। আমি ওয়েবসাইটে দেখলাম শুধু আমি নই বহু মানুষ তার শৈশবের বই খোঁজেন, খুঁজে চলেছেন। আহ কি আনন্দ, পরম প্রশান্তি।

    ReplyDelete

Navigator