কৃতজ্ঞতা স্বীকার
প্রসেস করেছেন : প্রসেনজিৎ
ডাউনলোড করুন
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।




প্রসেনজিৎ , গমের শীষ বইতি রিলিজ করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ । খুব সুন্দর হয়েছে ।
ReplyDeleteপ্রসেনজিৎ, প্রসেস খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ ।
ReplyDeleteধন্যবাদ ফরিদবাবু। ফোটোশপ ইত্যাদি না জেনে আমি আমার যথাসাধ্য চেষ্টা করি। জানলে হয়ত খুব ভাল করতে পারতাম।
Deleteআপনার প্রতিও কৃতজ্ঞতার কোনও অন্ত নেই ফরিদবাবু।
যে মুহুর্তে আমি, পরাগ ভাই এবং জোহা ভাই সোভিয়েত বই আমাদের বাচ্চাদের মধ্যে সহজলভ্য করার উপায় নিয়ে ভাবছি ঠিক তখনই পরাগ ভায়ের মাধ্যমে এই এ্যাড্রেসটির খোঁজ পেলাম। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এরপর থেকে প্রতিদিন ঘুমানোর আগে আমার ৫ বছরের ছেলে আর ১০ বছরের মেয়েকে একটি করে সোভিয়েত গল্প শোনাতে হয়। ধন্যবাদ প্রসেনজিৎ বাবু আমাকে এমন মধুর যন্ত্রনায় ফেলার জন্য, ধন্যবাদ আমার সন্তানদের মাঝে বই প্রীতি গড়ে তোলার জন্য। আপনারা যারা এই উদ্যোগের সঙ্গে জড়িত তাদেরও ধন্যবাদ।
ReplyDeleteআপনাকেও এই ব্লগের তরফে ধন্যবাদ ও স্বাগত জানাই জাকিরদাদা। এই ব্লগের সফলতায় পরাগদাদার ভূমিকাও অনেকখানি। ঠিক যেটা আমরা চেয়েছিলাম সেটাই, অর্থাৎ ছোটদের সেই স্বপ্নের জগৎটা আবারও আমরা ফিরে আনতে পারছি দেখে অত্যন্ত তৃপ্ত লাগছে। এই কঠিন প্রচেষ্টায় আপনাদেরকে পাশে পেলে পথ ফুলের পাপড়িতে ছেয়ে যাবে।
Deleteআরও বন্ধুবান্ধবকে জানান এই ব্লগের কথা, নিয়ে যান বই। নানারকম মন্তব্যপ্রদানে ব্লগটির চলচ্ছক্তি জিইয়ে রাখুন।
আমার কাছে এই বই টা ছিল না, নিয়ে নিলাম। এখানে আমিও আমার ব্যাক্তিগত অভিঞ্জতা জানাতে চাই। আমার ৪.৫ বছরের ছেলে আপনাদের ব্লগের খুব ভক্ত হয়ে পরেছে। আনারী তার ভীষণ প্রিয়। মাশার বুদ্ধি দেখে তারও সেই সমস্ত কাজ করতে সাধ জাগে। আর সাতরঙ্গা ফুলের ছবি থেকে সে চোখই ফেরাতে পারেনা। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সন্তানকে ও তার মতো আর ও অনেক শিশুকে তাদের শৈশবের শ্রেষ্ঠ উপহার দেওয়ার জন্য।।
ReplyDelete