Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Wednesday, July 29, 2015

আজিজের রাখালি - শুকুরবেক বেইশেনালিয়েভ (ননী ভৌমিক)









অনুবাদ : ননী ভৌমিক
ছবি : ল ইলিনা


প্রকাশনা :  প্রগতি প্রকাশন (মস্কো)
প্রকাশকাল : ১৯৭০
পৃষ্ঠা সংখ্যা : ২৮
আয়তন :  ৪১ মে. বা.

কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : সমীর রায়
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন

প্রসেসিং-এর জাদুকর নির্জন সেন পুরো বইটাই প্রসেস করেছেন ইন্ডেক্স কালার মোড-এ। অর্থাৎ লেখা অংশটুকু বাদে বইটি  প্রেসে দেওয়ার মতো নতুন। কালার প্রিন্ট করে  দেখুন ত কেমন লাগছে? আপনার বাড়ির শিশুটির হাতে তুলে দিয়ে দেখুন তো সে কতখানি খুশি হয়? সকলের জন্য উন্মুক্ত বইটি নির্জনের এবং আমাদের ব্লগের তরফ থেকে রথযাত্রা ও মুবারক ঈদের উপহার। যারা ডাউনলোড করবেন, এই পোস্টের নিচে তাঁদের কমেন্টের প্রতীক্ষায় থাকব। যতজনের সাথে খুশি শেয়ার করুন, শুধু  
কৃতজ্ঞতা স্বীকার  অংশটুকুও সেইসঙ্গে ভুলবেন না অনুগ্রহ করে। 



21 comments:

  1. আরে বাঃ..... দারুণ। এটাকে উন্মুক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
    রাশিয়ান বইগুলোর যে জিনিসটা আমায় বরাবর টানে সেটা হল অনবদ্য ছবিগুলো।

    ReplyDelete
  2. ইয়ে .... এটা তো সবার জন্য উন্মুক্ত দেখছি। কিন্তু নামাতে গেলে তো "Request Access" বলছে

    ReplyDelete
  3. ঠিক করে দিয়েছি তো। এখন সমস্যা হচ্ছে?

    ReplyDelete
  4. Anek anek dhonyobad aro ekti asadharon boi upohar deoar jonyo...

    ReplyDelete
  5. আরে বা! আবার একটা বই উন্মুক্ত হল, শত্তুরকে আর বাকি সহযোগীদের অনেক অনেক থ্যাঙ্কু...

    ReplyDelete
  6. অসংখ ধন্যবাদ আরো একটা দারুন বই আগামি প্রজন্মকে উপহার দেওয়ার জন্য।

    ReplyDelete
  7. অসংখ ধন্যবাদ আরো একটা দারুন বই আগামি প্রজন্মকে উপহার দেওয়ার জন্য।

    ReplyDelete
  8. অসংখ ধন্যবাদ আরো একটা দারুন বই আগামি প্রজন্মকে উপহার দেওয়ার জন্য।

    ReplyDelete
  9. Somenath toke oenk oenk dhonyobad...ei onobodyo udyog grohon er jonyo...

    ReplyDelete
  10. Darun lasglo boita pore, abar o. Vulei gechhilam ei boitar kotha. Pray 18 bachhor por porlam. Anek dhonyobad

    ReplyDelete
  11. আসলেই দারুণ হয়েছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর কোন ভাষা আমার জানা নেই।

    ReplyDelete
  12. অরে বাবা, এ ত দেখি দারুন হয়েছে। কি স্ক্যান করেছেন সোম্নাথ দা। ধার দিয়ে সমীর দার উপকার ভুলার নয় আর সাথে প্রচেস ভাই নির্জন দা কে ও অনেক ধন্যবাদ।বইটার কালার পৃন্ট করার ইচ্ছা আছে।

    ReplyDelete
  13. Onek onek dhonnobad.....choto baylar smriti

    ReplyDelete
  14. তোফা! অসংখ্য ধন্যবাদ!

    ReplyDelete
  15. বইয়ের ছবিগুলো অসাধারণ! এত অসাধারণ ছবি কেবল আর্ট গ্যালারিতেই দেখেছি এতদিন। বর্তমান শিশু সাহিত্যে এত উন্নতমানের চিত্রকলা সাধারণত দেখা যায় না।

    ReplyDelete
  16. I've just downloaded it. Amazing book!! Thanks a lot.

    ReplyDelete
  17. The pictures of soviet books are addictive! I always and every day read these children books to see these cute pictures.

    ReplyDelete

Navigator