প্রসেসিং-এর জাদুকর নির্জন সেন পুরো বইটাই প্রসেস করেছেন ইন্ডেক্স কালার মোড-এ। অর্থাৎ লেখা অংশটুকু বাদে বইটি প্রেসে দেওয়ার মতো নতুন। কালার প্রিন্ট করে দেখুন ত কেমন লাগছে? আপনার বাড়ির শিশুটির হাতে তুলে দিয়ে দেখুন তো সে কতখানি খুশি হয়? সকলের জন্য উন্মুক্ত বইটি নির্জনের এবং আমাদের ব্লগের তরফ থেকে রথযাত্রা ও মুবারক ঈদের উপহার। যারা ডাউনলোড করবেন, এই পোস্টের নিচে তাঁদের কমেন্টের প্রতীক্ষায় থাকব। যতজনের সাথে খুশি শেয়ার করুন, শুধু কৃতজ্ঞতা স্বীকার অংশটুকুও সেইসঙ্গে ভুলবেন না অনুগ্রহ করে।
About
ভূমিকা
উপস্থাপনায়
Random Posts
Mr. Arun Som's request
ঘোষণা
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
Wednesday, July 29, 2015
আজিজের রাখালি - শুকুরবেক বেইশেনালিয়েভ (ননী ভৌমিক)
প্রসেসিং-এর জাদুকর নির্জন সেন পুরো বইটাই প্রসেস করেছেন ইন্ডেক্স কালার মোড-এ। অর্থাৎ লেখা অংশটুকু বাদে বইটি প্রেসে দেওয়ার মতো নতুন। কালার প্রিন্ট করে দেখুন ত কেমন লাগছে? আপনার বাড়ির শিশুটির হাতে তুলে দিয়ে দেখুন তো সে কতখানি খুশি হয়? সকলের জন্য উন্মুক্ত বইটি নির্জনের এবং আমাদের ব্লগের তরফ থেকে রথযাত্রা ও মুবারক ঈদের উপহার। যারা ডাউনলোড করবেন, এই পোস্টের নিচে তাঁদের কমেন্টের প্রতীক্ষায় থাকব। যতজনের সাথে খুশি শেয়ার করুন, শুধু কৃতজ্ঞতা স্বীকার অংশটুকুও সেইসঙ্গে ভুলবেন না অনুগ্রহ করে।
আরে বাঃ..... দারুণ। এটাকে উন্মুক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ReplyDeleteরাশিয়ান বইগুলোর যে জিনিসটা আমায় বরাবর টানে সেটা হল অনবদ্য ছবিগুলো।
ইয়ে .... এটা তো সবার জন্য উন্মুক্ত দেখছি। কিন্তু নামাতে গেলে তো "Request Access" বলছে
ReplyDeleteঠিক করে দিয়েছি তো। এখন সমস্যা হচ্ছে?
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteAnek anek dhonyobad aro ekti asadharon boi upohar deoar jonyo...
ReplyDeleteআরে বা! আবার একটা বই উন্মুক্ত হল, শত্তুরকে আর বাকি সহযোগীদের অনেক অনেক থ্যাঙ্কু...
ReplyDeleteঅসংখ ধন্যবাদ আরো একটা দারুন বই আগামি প্রজন্মকে উপহার দেওয়ার জন্য।
ReplyDeleteঅসংখ ধন্যবাদ আরো একটা দারুন বই আগামি প্রজন্মকে উপহার দেওয়ার জন্য।
ReplyDeleteঅসংখ ধন্যবাদ আরো একটা দারুন বই আগামি প্রজন্মকে উপহার দেওয়ার জন্য।
ReplyDeleteSomenath toke oenk oenk dhonyobad...ei onobodyo udyog grohon er jonyo...
ReplyDeleteDarun lasglo boita pore, abar o. Vulei gechhilam ei boitar kotha. Pray 18 bachhor por porlam. Anek dhonyobad
ReplyDeleteআসলেই দারুণ হয়েছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর কোন ভাষা আমার জানা নেই।
ReplyDeleteঅরে বাবা, এ ত দেখি দারুন হয়েছে। কি স্ক্যান করেছেন সোম্নাথ দা। ধার দিয়ে সমীর দার উপকার ভুলার নয় আর সাথে প্রচেস ভাই নির্জন দা কে ও অনেক ধন্যবাদ।বইটার কালার পৃন্ট করার ইচ্ছা আছে।
ReplyDeleteoshonkhyo dhonyobad :)
ReplyDeleteOnek onek dhonnobad.....choto baylar smriti
ReplyDeletedarub akta boi..........
ReplyDeleteতোফা! অসংখ্য ধন্যবাদ!
ReplyDeleteDownload korte parchhina.
ReplyDelete