প্রসেসিং নিয়ে অনেকখানি এগিয়েছিলেন প্রসেনজিৎ ও, নানা প্রতিকূলতায় যা শেষ হয় নি। তাকে কৃতজ্ঞতা।
About
ভূমিকা
উপস্থাপনায়
Random Posts
Mr. Arun Som's request
ঘোষণা
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
Wednesday, July 1, 2015
গল্প আর ছবি - ভ্লাদিমির সুতেয়েভ (অনুঃ ননী ভৌমিক)
প্রসেসিং নিয়ে অনেকখানি এগিয়েছিলেন প্রসেনজিৎ ও, নানা প্রতিকূলতায় যা শেষ হয় নি। তাকে কৃতজ্ঞতা।
এই বইটিতে আমায় পরিশ্রম তেমন কিছু করতে হয়নি, কেননা পরাগদা তাঁর জাদু হাতের ছোঁয়ায় দাগছোপ সব তুলে দিয়েছিলেন। অর্থাৎ আসল কৃতিত্ব তাঁরই। আমি শুধু লেভেল কনট্রোল করে পাতার সাদা অংশগুলি প্রকৃত সাদা রং দিয়ে ভরাট করে দিয়েছি।
ReplyDeleteasadharan kotha ta apnader prochesthar jonyo cliche hoe gechhe! abak r mugdhotar natun natun dristanto khuje paoa jai ei sab kaj e...jani na koto ta antorikata r valobasa thakle tabei safol haoa jai esab kaj e.....
ReplyDeleteaami sadharan pathok.....asha korbo eta khub taratari porar o chhotoder poranor/dekhanor sujog pabo.......
Ekdom thik. Apnara aamar ar aamar bhaier shoishob phirie dilen. Ebar amader poroborti projonmo eta porte parbe
Deleteaha... ki chomotkar chobi ... i wish i had this book..:(
ReplyDeleteamar chhotobelar porote porote joriye achhe ei boita....amar noy, eta mayer chhotobelar boi..tai nijer kore paini, cousin der songe share kore porechhi. onek khnujechhi boro hoye college street er monishay, paini.... Jodi abar haate pai, nijer jonye to botei, amar 3 bochhorer bonjhi r jonyeo 1 copy print korbo. Amar torof theke er cheye bhalo upohaar r ki ba hote pare? :)
ReplyDeleteOsadharon!!!!
ReplyDeleteEi boiti-r asol bangla sonskoron amar haat-e niye dekhar soubhaggo hoyni.
Scribd-e romanion songskoron ta dekhe mugdho hoye giyechilam.
Printer-e kaali ready. Bangla songskoronti haat-e paoar opekhay roilam. :D
সব্বাইকে অনেক অনেক থ্যাঙ্কু স্পেশালি পরাগদা আর শত্তুরকে।
ReplyDeleteএই বইটার জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়েছিল ছোটবেলা। সেই অধীর অপেক্ষা এখন আবার করতে হবে সবার জন্য উন্মুক্ত হওয়া পর্যন্ত। তাও তো পেয়েছিলাম/পাবো! অনেক ধন্যবাদ বইটার জন্য। :)
ReplyDeleteবইটির অপেক্ষায় থাকলাম। কেমন আদুরে আদুরে বই। এ বইটি করতে যারা পরিশ্রম করেছেন-শারমী আপু, পরাগদা, তুষারদা, সমীরদা, প্রসেনজিৎদা এবং নির্জনদা সবাইকে অসংখ্য ধন্যবাদ। উন্মুক্ত হওয়ার সাথে সাথে ছোট বোনের জন্য বইটি প্রিন্ট করব।
ReplyDeleteভারতের স্বাধীনতা দিবসে.... এটা স্বাধীন করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দারুণ উপহার দিলে গো.....
ReplyDeleteআমার দুর্ভাগ্য এতো ভাল বইটা আমি আমার ছোটবেলায় পড়িনি। নামটাও জানতাম না। সৌভাগ্য এখন পড়তে পারব। আবার শৈশব ফিরে পাবো। ডবল সৌভাগ্য আমার ছেলেও পড়তে পারবে আর ক'দিন পরেই। এত্তো এত্তো সৌভাগ্য আর খুশি দিলেন যাঁরা এই সুন্দর উপহারটা দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। আপনাদের অজস্র ধন্যবাদ। :)
ReplyDeleteকত্ত দিন কত বছর ধরে অপেক্ষা করে ছিলাম কোন দিন কোথাও থেকে হাতে পাব এটা...
ReplyDelete...গ্রুপে আর ব্লগে নিয়মিত ধর্না দেই, এ এক রত্নখনি!!! ...আপনাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার
ডাউনলোডে দিলুম...পড়ে নেই আগে :)
ReplyDeleteKi shundor! Apnara eker por ek upohar diei jachchen. Kije khushi lage ek ekta boi jokhon khuli. You people are amazing ^_^
ReplyDeleteএটা হল পৃথিবীর সেরা একটা বই... !!!
ReplyDeleteআপনাদের এই সীমাহীন কষ্টের ( নাহ!কষ্ট তো নয়!এই ব্লগের সবকিছুতে যে যত্নের,যে অনুরাগের ছাপ তাতে আপনাদের কষ্টের থেকে, হারামাণিক পাওয়ার আনন্দ আর তৃপ্তিরই ভাগ বোধহয় বেশি ) কথা পড়ে মনে হল 'comment'-এ লিখে জানাই কতটা অভিভূত,আন্তরিক কৃতজ্ঞ - এভাবে এই বই, এইসব বই পড়তে পাওয়ায়। কিন্তু বিশ্বাস করুন যাই লিখি, কিছুতেই লিখে উঠতে পারছি না যা হচ্ছে অ্যাখন আমার মধ্যে...উফফ ...আপনারা সাংঘাতিক । ভাল থাকবেন , আর ভাল তো আপনারা আমাদের রাখবেনই ।
ReplyDeleteএ তো দেখছি একেবারে সোনার খনি! সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ReplyDeleteকি যে অসাধারণ মিষ্টি একটা বই! আমি যাকে পাই তাকেই দেখাই। যারা এই সুযোগ করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা নিরন্তর।
ReplyDeleteছোটবেলার হারানো যা কিছু , আচমকা পেলে আনন্দের আর হুঁশ থাকে না ! অনেক অনেক ধন্যবাদ জানিয়েও আপনাদের সক্কলের কাছে এই ঋণ কিছুতেই শোধ হবার নয় । আগামী প্রজন্ম আপনাদের মাথায় তুলে রাখুক এই অনন্য উপহারটির জন্য !
ReplyDeleteভালো থাউন আপনারা ! এগিয়ে যান ! অনেক আশীষ রইলো :)
ছোটদের এত ভাল ছবির বই আছে বলে আমার মনে হয় না ।
ReplyDeleteসবথেকে বড় যে বিষয়টি এই বইটাতে উঠে এসেছে টা হল সবাই মিলে , সকলের সঙ্গে, একসঙ্গে থাকার উপযোগিতা।
আপনাদের ধন্যবাদ ।
যদি সম্ভব হয় তাহলে 'অমল ধবল পাল ' বইটা দেখবেন।
1970\80র দশকে এই অসাধারণ বইটি আমি অনেক বাচ্চাদের উপহার দিয়েছি। অমূল্য এই বস্তুটির দাম ছিল মাত্র Rs 2.50। ওই বাচ্চারা বড় হতে তাদের একজনের থেকে আমি ফেরত সংগ্রহ করেছিলাম, যেটা আবার এই প্রজন্মের এক বাচ্চাকে দিতে হয়েছে। পড়ুয়াদের মোম রংএ "মলিন" বইটির scan আমার কাছেও ছিল। কিন্ত এই পরিস্কার copy টি পেয়ে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।
ReplyDeleteMany Many thanks :)
ReplyDelete‘গল্প আর ছবি’ বইটির বাংলা ও ইংরেজি দুটি বইই আমার কাছে আছে। ছোটবেলায়, ১৯৭৩ সালের দিকে বাংলা বইটি কিনেছিলাম খুলনার নিউ মার্কেটের সোভিয়েত পুস্তক প্রদর্শনী দোকান থেকে। ৩৫ বছর পর ২০০৮ সালে হঠাৎই ঢাকার নীলক্ষেতে বইটির ইংরেজি কপি পেয়ে যাই। বইটির ইংরেজি অনুবাদও খুব চমৎকার। হুবহু বাংলার মতন। মনেই হবে না যে ইংরেজি বই পড়ছি। আসলে বইয়ের ভাষা আর ইলাস্ট্রেশন দুটোতেই পান্ডিত্য দেখিয়েছেন-লেখক শিল্পী ভ্লাদিমির সুতেয়েভ। আর ননী ভৌমিকের অনুবাদও অসাধারণ। তবে, সবচেয়ে বেশী ধন্যবাদ পাওয়ার যোগ্য হচ্ছে- প্রগতি প্রকাশন, যারা এই গুণী ব্যক্তিদেরকে মহৎ কাজে লাগিয়েছিলেন।
ReplyDeleteইউটিউবে ‘গল্প আর ছবি’ বইটির গল্গগুলোর ভিডিও ক্লিপিং খোঁজার চেষ্টা করলাম। যা আছে, তার সাথে বইয়ের ছবির মিল নেই। একেবারেই আলাদা। তাই খুব একটা মজা পাইনি।
ReplyDeleteকি যে ভালোবাসা আর স্মৃতিময় বইটা।
ReplyDeleteধন্যবাদ দিতে পারি কিন্তু দেব না। কারন আমার ছোটবেলার এক অবিছহেদ্য টুক্রো যারা ফিরিয়ে দিলেন তাঁদের জন্য একটি শুকনো ও মামুলি ভদ্রতা কোনও মতেই যথেষ্ট নয়। প্রায় চল্লিশ বছর আগে বইটি হারিয়ে যায়। তারপর থেকে আমি আর আমার বোন খুজে বেড়িয়েছি হন্যে হয়ে। তাই এই বছর আমার জান্মদিনে আমার মেয়ে যখন উপহার দিল গল্প আর ছবি আমার সব পাওয়া হয়ে গ্যালো। আপ্নারা এগিয়ে যান আর আরও অনেক কিছু করুন অতীত বরতমান আর ভবিস্যত কে বর্ণময় করে তুলতে। কুর্ণিশ আপনাদের।
ReplyDeleteখুব পছন্দের একটি বই আপনাদের কী বলে ধন্যবাদ দেবো তা ভেবে পাচ্ছি না মন থেকে অজস্র শ্রদ্ধা আর ভালবাসা নিবেন।😍
ReplyDeleteChotobelar onek smriti joriye aache ei boi tar sathe. Amar chotokakar chilo. Takhon o bhashagyan hoye ni. Sudu chobigulo amay khoob aakristo korto. Bar bar pishi k ba kaka k pore shonanor anurodh kortam. " Bipod taron pachon, pituni diye bachon".....etai mone chilo. Kintu chobigulo mathar moddhe chaapa hoye roye geche. Kaka aj amader moddhe nei. Tar boigulo ajotne kothay pore aache keu jane na. Se ek onno golpo. Ekhon aprasongik.
ReplyDeleteAnek dhonnobaad apnader ei boi ta upload korar jonno.
এক অনবদ্য বই, ছোটদের এত সুন্দর বই আর আছে কিনা জানা নেই। ধন্যবাদ আপনাদের।
ReplyDeleteArdhosatabdi parey chhotobela phirey pelam!!!!!!!! dhanyobad apnader.
ReplyDeleteগোটা বিশ্বে এ বই আর হবে না।
ReplyDeleteবই টা কিভাবে পড়তে পারি? Drive এর link টা সরাসরি কেউ share করলে উপকার হয়! Download করতে পারছি না.+
ReplyDeleteDownload kora jacchena. Please keu permission ta din notoba drive link ta share korun.
ReplyDeleteদিব্যি যাচ্ছে। আবার দেখুন, ল্যাপটপ বা কম্পিউটার থেকে।
Deleteএই বইগুলি এত সযত্নে আমাদের কাছে অর্থাৎ এই প্রজন্মের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। মা ঠাকুমার মুখে গল্প সোনা বইটি চোখের সামনে দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এই সংগ্রহ থেকে আমি গল্প আর ছবি বইটি print করালাম। ধন্যবাদ।
ReplyDeleteএত বছর পর এই বইটা যে কোনদিন খুঁজে পাবো ভাবি নি। প্রায়ই গল্পগুলো মনে পরতো , খুব আফসোস হতো যে আমি আমার সন্তানদের এই বই টা দেখাতে পারলাম না। কোন প্রিয় কিছু হারিয়ে ফেলার পর অপ্রত্যাসিত ভাবে ফিরে পাওয়ার যে আনন্দ তা ভাষায় প্রকাশ করার নয়। কৃতজ্ঞতা আপনাদের যারা এতটা শ্রম দিয়ে এই বইটাকে পুনর্জন্ম দিয়েছেন। এই বইটা পড়ে আমি আবার আমার ছোটবেলায় ফিরে গেলাম।
ReplyDelete