কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : অরিজিৎ বসুরায় ও সরসিজ সেনগুপ্ত
স্ক্যান করেছেন : অরিজিৎ বসুরায় ও সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন ও ফরিদ আক্তার পরাগ
পাপড়ি আমার যা উড়ে যা
পূবপশ্চিম যা ঘুরে যা,
যা উত্তর, যা দক্ষিণ...
বইটি পড়তে পড়তে ছড়াটি ছোট বেলায় মুখস্থ হয়ে গিয়েছিল আমার। এখন চোখ বুজে সম্পূর্ণ ছড়াটি মুখন্থ বলে দিতে পরবো। ইচ্ছে পূরনের অনেক রূপকথার গল্প আমি ছোটবেলায় পড়েছি। কিন্তু কোন গল্পই এই গল্পের মত এত ভাল আমার লাগেনি। যাঁরা এখন এই বইটি পড়েননি আমি জানি তাঁরা বইটি পড়ে এখন আফসোস করবেন। বইটি আমাদের ছেলেবেলায় আমাদের হাতে তুলে দেবার জন্য আমার বাবা স্বর্গীয় ফজলুর রহমানের কাছে আমি চিরঋণী।
বেশ কিছু প্রিয় বইয়ের মত একদিন আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল মানে কেউ মেরে দিয়েছিল আমার জীবন থেকে। বইয়ের দোকান, পুরনো বইয়ের দোকান, ফুটপাত, কতই না খুঁজেছি বইটি। খুঁজতে গিয়ে অন্য রুশ বই পেয়েছি কিন্তু সাতরঙা ফুল আর পায়নি।
এই ব্লগের সাথে আমার পরিচয় হয়েছিল গতবছর নভেম্বর মাসের শেষ দিকে। ব্লগের সাথে পরিচয় করিয়ে দেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক-এর মেয়ে শুচি। প্রথম ব্লগটিকে দেখে খুশির শেষ সীমায় ছুটে গেলে যেমন লাগে ঠিক তেমন অনুভূতি হয়েছিল আমার। মনে হয়েছিল এখানেই হয়তো একদিন আমার হারানো শৈশবকে খুঁজে পাব। ব্লগে প্রথম যে বইটির জন্য আবদার করেছিলাম তা হলো আমার প্রিয় অতীত, আমার প্রথম ভাললাগা সাতরঙা ফুল।
তোমাদের জন্যও আমার তরফ থেকে একটা উপহার। সেটি হলো সাতরঙা ফুলের এ্যনিমেশন মুভি লিংকটা দিলাম:
সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করুন
ছোটদের জন্য এত মিষ্টি বই যে আছে তাই তো জানতাম না। শেয়ার করার জন্য ধন্যবাদ। আমার ভাগ্নির জন্য ডাউনলোড দিলাম।
ReplyDeleteকি চমৎকার বই। ^_^ তীব্রভাবে ইচ্ছে করছে এরকম কিছু পাওয়ার। আমার কাছে কেন এরকম দাদু আসে না, এরকম সাতরঙা ফুল ধরা দেয় না?
ReplyDeleteফরিদ আক্তার পরাগকে ধন্যবাদ এরকম চমৎকার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
ইয়ে ইউটিউবের ভিডিওটা দেখা যাচ্ছে না আর :(
আফসোসই করছি আগে পড়া হয়নি বলে! তবে পরাগদা, আপনি যেমন হারানো শৈশব খুঁজে পেয়েছেন, আমারও শৈশব তেমনি ফিরে এলো! আপনাকে ধন্যবাদ ভিডিও লিঙ্কটা দেবার জন্য! এখানে দেয়া লিঙ্কটা কাজ করছে না তবে এই লিঙ্কে দেখতে পাওয়া যাবেঃ https://www.youtube.com/watch?v=0ICenj08ers
ReplyDeleteঅরিজিৎ বসুরায়, সরসিজ সেনগুপ্ত, সোমনাথ দাশগুপ্ত ও নির্জন সেন, এই অমূল্য উপহারটির জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
Soviet sahitya punoruddhar Kore ekti birat dayityo shomapyo.kintu egulo path Kore upobhog Kora amader shobar dayit yo.Bangladeshe soviet sahityo bortomane birol tai eirokom ekti blog tar proyojon met ate shokkhom.
ReplyDelete