কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : সোমশুভ্র ঘোষরায়
স্ক্যান করেছেন : সোমশুভ্র ঘোষরায়
প্রসেস করেছেন : সোমশুভ্র ঘোষরায়
পিডিএফ তৈরি করেছেন : প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
This comment has been removed by the author.
ReplyDeleteবইটা আমার শৈশবের খুবই প্রিয় একটি বই। অনুগ্রহ করে আরেকবার ভালোভাবে স্ক্যান করুন। রঙটা কেমন জ্বলে গেছে। আমার মনে আছে এর মূল কালারটা খুবই আকর্ষণীয়। আর বাধানোটা বেশ শক্ত মলাটের। বেশি কন্ট্রাস্ট দিয়ে স্ক্যান করায় হয়ত আসল রঙটা ফুটে ওঠেনি। আমি চাই আমাদের শিশুরা যেন আমাদের বইগুলোর আসল রূপটা দেখতে পায়। বইয়ের রঙটা আসল বইয়ের মত না হলে মনে হয় যেন, যেটা দিতে চেয়েছিলাম সেটা দিতে পারলাম না।
ReplyDeleteধন্যবাদ ফীডব্যাকের জন্য। আশা করি সাইটের ইমেজ ফাইলটা নয়, পিডিএফ টা দেখেই বলছেন। মনিটর বা স্ক্রীন-এর রেজলিউশন এক একজনের এক একরকমের হয়, সেটা একটা কারণ হতে পারে। গ্লসি পেপারের রিফ্লেকশন এর জন্য বেশি ডিপিআই তে স্ক্যান না করলে এরকম সমস্যা হয়েই থাকে। তাছাড়া, স্ক্যানের সমস্যাও ঠিক নয়, প্রসেসিং টা এক একজন এক একরকম ভাবে করেন। এই বইটার র-স্ক্যান আমাদের কাছে নেই। যিনি স্ক্যান করে প্রসেস করেছিলেন, তার কাছ থেকেও হারিয়ে গেছে হার্ড ডিস্ক নষ্ট হয়ে। তবে পিডিএফ টা তো রয়েছে। কভার এর পাতাটা ইমেজ হিসেবে একস্ট্র্যাক্ট করে কনট্রাস্ট এবং মিড টোন (গামা) বদলে দেখতে পারেন। পছন্দ হলে নিজের ফাইলের কভার বদলে নেবেন। আমাদেরও পাঠাতে পারেন, আপনার নামে কৃতজ্ঞতা স্বীকার করে আপলোড করে দেব।
Delete