অনুবাদ : পবিত্র গঙ্গোপাধ্যায়
প্রচ্ছদপট ও মুদ্রণ পরিকল্পনা : অ. দ. করোভিন
প্রকাশনা : বিদেশী ভাষায় সাহিত্য প্রকাশালয় (মস্কো)
পৃষ্ঠা সংখ্যা : ১২৮
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : ফরিদ আক্তার পরাগ
স্ক্যান করেছেন : ফরিদ আক্তার পরাগ
প্রসেস করেছেন : সৌরদীপ সিনহা ও ফরিদ আক্তার পরাগ
এই বইটার ব্যাপারে কিছুই জানা নেই, পড়ার সু্যোগ করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।।
ReplyDeleteএ রকম আরো একটি বই আছে নাম "মানুষের জন্ম (গল্পগুচ্ছ)" যেটা প্রগতি থেকে বের হয়েছিল। এই ভার্সন এ এই তিনটি গল্প ছাড়াও আছে ইতালির রুপকথা। প্রচ্ছদটাও আলাদা।
ReplyDeleteমানুষের জন্ম বইটা কি কাহিনী নিয়ে লেখা তা পড়ে দেখা দরকার। বইটা ব্লগে আমাদের জন্য নিয়ে আসার জন্য ফদির ভাই ও সৌরদীপ ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
ReplyDeleteপৃষ্ঠা ১৬ এবং ১৭ মিসিং। সে জায়গায় ১৪ ও ১৫ পাতা রিপিট করা আছে। এইটুকু খুঁতের জন্য এত ভাল বইটা পড়তে কেমন লাগছে। দেখবেন।
ReplyDeleteলিঙ্ক পরিশিষ্ট ডাউনলোড করতে পারছি না।
ReplyDelete