অনুবাদ : ননী ভৌমিক
প্রকাশনা : প্রগতি প্রকাশন (মস্কো)
চিত্রাঙ্কন : ই. সেমিওনভ
পৃষ্ঠা সংখ্যা : ১৬
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : সমীর রায়
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
chhobi dekhe r nomuna pata gulo dekhe boi ta poRte ichhw korchhe... sujog kore dile upokrito hoi ... ogrim dhonyobad :)
ReplyDeleteকৃতজ্ঞতা জানাই
ReplyDeleteধার করায় সমীর রায় দাকে,
স্ক্যান করায় সোমনাথ দাশগুপ্ত দাকে,
প্রসেস করায় নির্জন সেন দাকে।
ছবি দেখে পড়ার এতই আগ্রহ জাগল যে যা বলার না। ভবিষ্যতের আশায় রইলাম।
এইসব বইগুলো আমার মূল সাহিত্যগুলোর থেকে অনেক ভালো লাগে। এত অপূর্বসব ছবি।
ReplyDeleteআপনারা এই বইগুলো আপলোড করে এখনকার শিশুদের বই পড়তে উদ্বুদ্ধ করছেন তাই ই নয় আমার মন অনেক মানুষের ছোটবেলাটাও ফিরিয়ে দিয়েছেন একই সাথে।আপ্নাদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার কাছে নেই...
ReplyDeleteকী বলে যে মুগ্ধতা জানাবো জানি না ... আমার ছানাটাকে আমার শৈশবের স্বাদ যদি দিতে পারি তার চেয়ে ভালো আর কী হতে পারে ... অনেক ধন্যবাদ আপনাদের !!
ReplyDelete