এবারের সংখ্যা - অক্টোবর, ১৯৮২
সম্প্রতি এক ভদ্রলোক শিলিগুড়ি থেকে ফোন করেছিলেন। রুশি বইয়ের বৈদ্যুতিনকরণ তথা সংরক্ষণ ও সেই কাজে বিভিন্ন পুস্তকের ঋণের জন্য আমাদের আবেদন "সপ্তাহ" পত্রিকায় দেখতে পেয়ে তাঁর সুতীব্র আক্ষেপ ও শোকবিমু্ঢ়তা এই যে, মাত্র এক সপ্তাহ আগেই তাঁর সোভিয়েত নারী পত্রিকার দশ বছরের সুবিশাল সংগ্রহটি ওজনদরে বেচে দিয়েছেন সেগুলির অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে।
'বিরল' শব্দের সঙ্গে প্রতিদিনই 'তর' যুক্ত করে চলা একসময়ের এই অতি জনপ্রিয় পত্রিকাটির প্রতিটি পৃষ্ঠাই হয়ে উঠেছে অমূল্য। তাই, এই পত্রিকার সংশ্লিষ্ট সংখ্যাটির চারটি পৃষ্ঠা (২১ - ২৪) ও বিশেষ ক্রোড়পত্রিকাটি নিরুদ্দেশে যাত্রা করা সত্ত্বেও এটি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বৈদ্যুতিন পরিমার্জন করে এই ব্লগে প্রকাশ করা হল।
কোনও শুভানুধ্যায়ীর কাছে এই সংখ্যাটির বা অন্য কোনও "সোভিয়েত নারী", "সোভিয়েত ইউনিয়ন" বা "সোভিয়েত দেশ" পত্রিকার কোনও সংখ্যার সন্ধান থাকলে অনুগ্রহ করে তা আমাদের জানাবেন।
পৃষ্ঠা সংখ্যা : ৪০
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : পূর্ণা চক্রবর্তী
স্ক্যান করেছেন : সোমনাথ দাশ গুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন
রাশিয়ায় প্রকাশিত রূপকথার বইগুলোর মত আরো একটা জিনিস আমার মনের মধ্যে গেঁথে আছে। তা হলো রাশিয়ায় প্রকাশিত সোভিয়েত ইউনিয়ন পত্রিকার সেই দুই পৃষ্ঠা। যেখানে থাকতো একটি করে ছবিতে ভরা শিশুপাঠ্য গল্প। প্রতি মাসে সেই পত্রিকাটা হাতে পাবার জন্যে আমরা কিন্তু অপেক্ষা করে থাকতাম। কারণ পত্রিকাটা ছিল মাসিক। আপনাদেরও কি মনে পড়ে সেই সব কথা? ওগুলো হারিয়ে বা নষ্ট হয়ে যাবে মনে করে জীর্ণ মলিন পত্রিকা গুলি থেকে দুটো পৃষ্ঠা কেটে আমার ছেলে-মেয়ের জন্য একটা বই বানিয়ে দিয়েছি।
ReplyDeleteআহা ! তখন কি ভেবেছিলাম একদিন ঐ রুশ সাহিত্য নিয়ে কেও এমন করে ভাববে। এ ব্লগের সকলের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা।