রচনা : নিকোলাই নোসভ
অনুবাদ : অরুণ সোম
প্রকাশনা : রাদুগা প্রকাশন, মস্কো
পৃষ্ঠা সংখ্যা : ২০
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : সংযুক্তা সেনগুপ্ত , প্রচ্ছদঃ অরুণ সোম
স্ক্যান : সোমনাথ দাশগুপ্ত,
প্রসেসিং : প্রসেনজিৎ
পর্ণিক চৌধুরি ও এই বইটির কভার ও বাকি পাতাগুলো স্ক্যান করে পাঠিয়েছিলেন। সেগুলো ব্যবহার করার প্রয়োজন হয়নি যদিও, তবু পর্ণিককে এইভাবে পাশে থাকার জন্যে আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যে, অনেক ধন্যবাদ।
দারুণ কাজ - ছোটবেলার বহু গ্লপ আবার পাবো -!!!!! ভাবা যায় না !!
ReplyDeleteতাও পেলাম - ধন্যবাদ - তোমাদের সবাইকে
যত বেশি সম্ভব মানুষের কাছে আমাদের এই প্রয়াসের কথা পৌঁছে দিতে সাহায্য করুন। কোথাও কারো কাছে এরকম বই আরো পাওয়ার সম্ভাবনা থাকলেও জানাবেন।
Deleteআপনাদের অসাধারণ প্রয়াসের জন্য আবার কৃতজ্ঞতা জানাই।
ReplyDeleteকৃতজ্ঞতা আমাদের, আপনার পাশে আছেন বলে। আশা করি আরো বেশি বেশি মানুষকে জানাবেন এই ব্লগের কথা। আমাদের একটু বেশি প্রচার চাই, আর বেশি বেশি মানুষের সাথে যোগাযোগ।
DeleteHello. Thanks for the wonderful effort. I was looking for my childhood treasures for my 10 month old daughter in advance. Great that you are there.
ReplyDeletePlease, suggest, what type and size of paper and printer will be best to print books with heavy graphics. For infant.
ReplyDeleteধন্যবাদ!These are real treasures
ReplyDelete