অঙ্গসজ্জা : ল. তকমাতভ
প্রকাশনা : প্রগতি প্রকাশন, মস্কো
পৃষ্ঠা সংখ্যা : ১১০
আয়তন : ২৩ মে. বা.
কৃতজ্ঞতা স্বীকার
প্রসেস করেছেন : প্রসেনজিৎ
ডাউনলোড করুন
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
ভাইয়া- বাবা যখন বইয়ের পৃষ্ঠা সংখ্যা ১১০ আর আর আয়তন ২৩ মে. বা. হবে।
ReplyDeleteআপনাদের অসাধারণ প্রয়াসের জন্য আবার কৃতজ্ঞতা জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।
ওঃ! অনেক ধন্যবাদ। ঠিক করে নিচ্ছি। তবে এবার থেকে এরকম ভুল একটু-আধটু করব ভাবছি। তাতে আপনারা কমেন্ট করেন। আর আপনাদের কমেন্ট আমাদের প্রেরণা জোগায়।
Deleteপ্রসেনজিৎ ‘বাবা যখন ছোটো’ এর নিচে অনুবাদক হায়াৎ মামুদ-এর জায়গাই ননী ভৌমিক হবে ।
ReplyDeleteএত ভালো বই বহু-বহুকাল পড়িনি। অনেক অণেক ভালোবাসা রইল।
ReplyDeleteধন্যবাদ পাশে থাকবেন। ব্লগটা কি আপনিই ম্মেন্টেন করেন? খুব প্রিয় ব্লগ আমাদের।
Deleteকি কিউট একটা বই। ধন্যবাদ :)
ReplyDeleteDarun Boi, je ekbar ei boita porbe, kono din bhulte parbena. Ei porjonto 5 jonke uphar dilam. Sobai khub khushi. keu dilo 100 te 90, keu dilo 80.
ReplyDeletepraay 35 bachhor dhore boi ti khujechhi, aaj download kore aamar putro ke prothom galpo ti shonalam, sei boyos, je boyos e pouchhonor aage i aami boi ti porechhilaam,...kelebhuto, nana chaka, rush desh er upokotha, ubhochor maanush....sangrohe chhilo ekoda,bohu bachhor ja bilupto; aamader chhotobelay to TV chhilo na, boi i saathi chhilo.aapnader o internet projukti ke dhonnyobaad diye chhoto korbo na.kritaggyota roilo
ReplyDelete