প্রকাশ কাল : ১৯৭৯
অঙ্গসজ্জা : ব. আ. মার্কেভিচ
পৃষ্ঠা সংখ্যা : ৪৭৫
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : সবজান্তা, শুভাশিস মিত্র, কৌশিক মজুমদার (জ্যাকেট)
স্ক্যান : সবজান্তা
প্রসেসিং করেছেন : অরিজিৎ চক্রবর্তী
সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করুন
সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করুন - ভিন্ন প্রচ্ছদ
এটার original cover টা নেই কেন? আমার কাছে আছে। দিতে পারি
ReplyDeleteeTAr duTo edition er cover scan hoyechhilo. segulo scanner ro processor transfer hoy ni ... scanner segulo ekhan aar khuje paben kina jaanaa nei .. apnar thakle paathiye dile bhalo hoy 300dpi color .tiff format.
Deleteআগেরটা (কভার ছাড়া) ই-রিডারে পড়ার জন্য ভাল ছিল। এটা দু'টা পৃষ্ঠা পাশাপাশি করা লে-আউট, পিসিতে পড়ার জন্য ভাল।
ReplyDeleteফাহিমা, এই বইটাও ই-রিডারে সুন্দর ভাবে পড়তে পারবেন। দুটো পৃষ্ঠা পাশাপাশি এলে সেটিংস থেকে সিঙ্গল পেজ সিলেক্ট করে নিলেই হল।
Deleteচিঙ্গিস আইৎমাতভের পাহাড় ও স্তেপের আখ্যান বইটার তিনটে গল্পই অপূর্ব । জামিলা তো পৃথিবীর প্রায় সব ভাষাতেই অনুবাদ হয়েছে । শোনা যায় জামিলা পড়ে অনেকেই নিজের মেয়ের নাম জামিলা রেখেছেন । প্রথম শিক্ষক মর্মস্পর্শী রচনা । আর বিদায় গুলসারিতে তৎকালীন সোভিয়েত সরকারের অনেক বাস্তব সমালোচনা করা হয়েছে ; তা' ও অনেকেই বলত যে সোভিয়েতে নাকি সরকারের সমালোচনা করলেই .....
ReplyDeleteসেই কত বছর আগে পড়েছি গল্পগুলো , কিন্তু এখনও যেন চোখে চলচিত্রের মত ভাসে গল্পের বর্ননাগুলো - এতই জীবন্ত আইৎমাতভের গল্প বলার ভঙ্গী । সরা জীবন মনে রাখার মত বই "পাহাড় ও স্তেপের আখ্যান" ।
এইরকম বইগুলি আমাদের অনেকেরই শৈশবস্মৃতিতে ওতপ্রোত জড়িয়ে। বইগুলিকে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। চমৎকার উদ্যোগ !
ReplyDeletedarun apnader proyash. Salute from Bangladesh
ReplyDeleteAccess Denied !!! অ্যাক্সেস পাওয়ার জন্য কী করতে হবে?
ReplyDelete