কৃতজ্ঞতা স্বীকার
প্রসেস করেছেন : সন্তু বাগ
ডাউনলোড করুন
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
nice post keep going on!!!
ReplyDeletepls disable the word verification!!
ReplyDeleteWhat word verification, Indranath?
ReplyDeleteব্লগ এর সেটিংস্ থেকে ওটা অফ করতে হয়।তা হলে কমেন্ট লেখার সময় পাঠকের বারবার ওয়ার্ড টাইপ করতে হবে না
ReplyDeleteকমেন্ট পাবলিশ করবার জন্য, তোমরা অন্য ইমেল অ্যাকাউন্ট থেকে কমেন্ট লেখ তবে ব্যাপার টা বুঝতে পারবে।
This comment has been removed by the author.
ReplyDeleteপ্রসেনজিৎদা এরপর চীনা বই গুল ব্লগ এ দাও।আমার কাছে ১৫-১৭ টা আছে, নিতে পার...
ReplyDeleteThis is necessary and pertinent work of digital archiving...re-storing a good part of our collective cultural memory...best of luck to the project....Khub chesta korbo genuine kichu help korar.
ReplyDeleteSayandeb
অনেক ধন্যবাদ, সায়নদেবদা।
ReplyDeleteonek onek dhonnobad ei sundor boiti r jonno... jodio jani kono dhonnobad e jothesto noi apnader ei nisartho proyas er kachhe...
ReplyDeletebhisan khushite pagol kore deyoyar jonno dhannobad. aaj theke 27 bochhor age ' ekchollish number ' aar 'kirgigiyar chhoto golpo' boi duto amar sangrho theke hariye jai. tarpor theke etodin dhore shudhu khunje cholechhi, aaj pelam. bojhate parbo na ami ki phire pelam. anek anek dhonnobad apnader. jodi kono kaje lagte pari janaben....
ReplyDelete