কৃতজ্ঞতা স্বীকার
অরুণ সোম-এর বইটি এত বেশি পুরোনো অবস্থায় আমাদের হাতে এসেছিল যে, প্রচ্ছদের রঙ বোঝা প্রায় অসম্ভব ছিল। বাংলাদেশের ঢাকা থেকে কাজি রাশেদ আব্দাল্লাহ আমাদের অনুরোধে তাঁর সংগ্রহের বইটির প্রচ্ছদ একবার ছবি তুলে পাঠান। পরে রীতিমতো স্ক্যান করেও পাঠান। সেসব দেখে সৌরদীপের সংস্কার করা প্রচ্ছদটিতে রঙ দিয়ে ফরিদ আক্তার পরাগ অবশেষে প্রচ্ছদটির সংস্কার সম্পন্ন করেন। কিন্তু এরপর ঢাকা থেকে ইরফান সিদ্দিক নিজের বইটির প্রচ্ছদ স্ক্যান করে পাঠালে দেখা যায় আগের গুলিতে রঙ জ্বলে যাওয়ার কারণে সঠিক রঙ বোঝা সম্ভব হয় নি। অবশেষে ইরফান সিদ্দিকের পাঠানো স্ক্যান প্রসেস করে নির্জন সেন বর্তমান বইয়ের প্রচ্ছদটি উপহার দিলেন পাঠকদের।
পুরো বইটা বা কভার এর অপর পাশটা কেমন হয়েছে জানি না তবে এখানে প্রচ্ছদটা দেখে নিশ্চিত ভাবে বলা যায়, প্রসেসরগন ৯৯% এ উদ্ধার করেছেন.
ReplyDeleteHats off to both of them...very impressive work done. :)
অভাজন এবার সত্যিই পূর্ণতা পেলো। নির্জন তোমাকে অসংখ্য ধন্যবাদ
ReplyDelete