বইটিতে ১২০+ গ্রেস্কেল ছবিওয়ালা পৃষ্ঠা এবং ১২ টি রঙিন ছবির পৃষ্ঠা (যার মধ্যে অনেকগুলি গোটা পাতা জুড়ে) থাকার জন্য ফাইল সাইজ একটু বেশিই হয়েছে (১৯১ এমবি)। কোয়ালিটি এক রেখে এর থেকে আর সাইজ কমানো গেল না।
কৃতজ্ঞতা স্বীকার
কল্যাণী থেকে সংগৃহিত আমাদের বইটির প্রচ্ছদ ছেঁড়া থাকায়, বইটির আরেকটি প্রচ্ছদ বাংলাদেশের ঢাকা থেকে স্ক্যান করে পাঠিয়েছিলেন কাজি রাশেদ আবদাল্লা, ডঃ সুস্মিতা হোসেন নাতাশার মাধ্যমে। স্ক্যান সেটিংস এর সমস্যার কারণে ফাইল সাইজ ছোটো হয়ে যাওয়ায় সেই স্ক্যান আমরা ব্যবহার করতে পারিনি। তবু রাশেদ ও সুস্মিতা দুজনকেই অকৃত্রিম কৃতজ্ঞতা জানাই।
অবশেষে অক্ষত অবস্থায় পাওয়া, এই বইয়ের আরেকটি প্রচ্ছদ স্ক্যান করে সৌরদীপ বইটির কাজ সম্পূর্ণ করেছেন।
Why i can't download this book ???
ReplyDeletethik korlam. ebar dekhun to..
ReplyDeletethnx.............downloding
ReplyDeleteতৎকালীন উজবেকিস্তানের সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এই বইটি অসাধারণ, ডাউনলোড করতে পেরে উপকৃত হলাম, আপনাদের কাজ নিরবচ্ছিন্ন গতিতে চলুক, জানাই অসংখ্য ধন্যবাদ।
ReplyDelete