Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Monday, June 2, 2014

অঙ্কের খেলা - ইয়াকভ পেরেলমান (অনু: বিমলেন্দু সেনগুপ্ত)





অনুবাদ : বিমলেন্দু সেনগুপ্ত
সম্পাদনা: দ্বিজেন শর্মা
অঙ্গসজ্জা: ভ. করল্‌কোভ

প্রকাশনা : প্রগতি প্রকাশন (সোভিয়েত ইউনিয়নে মুদ্রিত) 
প্রকাশকাল : ১৯৮৪

* * * * *
এই পুস্তকটির বিশেষত্ব হল, আমাদের স্বেচ্ছাসেবক নির্জন সেন এটিকে বিশেষভাবে প্রসেস করেছেন। বইটির রঙিন ছবিগুলিকে তিনি সাধারণ না রেখে 'ইনডেক্স কালার' হিসেবে রেখেছেন। ফলে এত রঙিন ছবি থাকা সত্ত্বেও বইটির আয়তন ১২০মে.বা. না হয়ে মাত্র ৩৩ মে.বা. হয়েছে। ইবুক প্রসেস করার এক নতুন দিশা দেখালেন তিনি।

শুধু তা-ই নয়, অন্যান্য বইগুলির মতো এই বইটির সূচিপত্রের প্রতিটি বিষয়কে তিনি হাইপারলিঙ্কযুক্ত করেছেন। এমনকি, অত্যন্ত পরিশ্রম করে প্রতিটি বিষয়ের বাংলা বুকমার্কও তৈরি করে দিয়েছেন পিডিএফে। সবকিছুই আপনাদের জন্য, বিনামূল্যে।
* * * * *



পৃষ্ঠা সংখ্যা : ২১৪
  আয়তন : ৩৩ মে. বা.



কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : সমীর রায়
স্ক্যান করেছেন : প্রসেনজিৎ
প্রসেস এবং হাইপারলিঙ্ক ও বুকমার্ক তৈরি করেছেন : নির্জন সেন

15 comments:

  1. নির্জন সেন জিন্দাবাদ .............. গরিবের সংসার ............ আর ................. মুদ্রাস্ফীতি এর যুগে
    কম আয়তনের .......... বই এর খুব প্রয়োজন ........... তা হলে কিছুটা সামঞ্জস্য থাকে
    ব্লগের বন্ধুদের অভিনন্দন ........... কিছু মানুষকে .....আমি জানি .আশাকরি তাদের সচক্ষে দেখতে পারবো
    খুব তাড়াতাড়ি .....দুম পটাস

    ReplyDelete
  2. To understand index color:
    http://www.pcmag.com/encyclopedia/term/44894/indexed-color
    To Convert to indexed color:
    http://www.underwaterphotography.com/photoshop/photoshop/help.html

    ReplyDelete
  3. প্রসেস এবং হাইপারলিঙ্ক ও বুকর্মাক তৈরির জন্য নির্জনকে অনেক অনেক শুভেচ্ছা। এ কাজটি ব্লগে নতুন মাত্রা যোগ করেছে।

    ReplyDelete
  4. 'Byaktitwer Unmesh' (Valeria Mukhina) (Progoti), 'Ora-o Kotha Bole' (Uri Dmitriyev) (Raduga), 'Jol Kyano Veja' ( (Mylen Konstantinovosky) (Raduga) -- 3-ti Boi ki peye Gyachhen? Janaben. Aapnader pobitro hate tule dite chai. 'Anker Majik' to ese-i gyachhe. Boita dorkar hole aapnader collection-e diye dite chai. Aamar No. 9831496960. Phone korun kindly.

    ReplyDelete
    Replies
    1. আমার মনে হয় ফোন নম্বর টম্বর ইমেলে জানানোই ভাল, নাকি? তাছাড়া ইমেল করলে চট করে চোখেও পড়ে। নইলে এরকম কমেন্ট কি নিয়মিত অ্যাডমিনরা চেক করেন? জানিনা।

      Delete
  5. অনেক ধন্যবাদ । একটি দারুণ প্রচেষ্টা ।

    ReplyDelete
  6. এই বইটা আমার কাছে হার্ড কপি আছে। তবে সেটা সোভিয়েত থেকে প্রকাশিত নয়। তাই এটা আবার ডাউনলোড করে নিলাম।

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Link Updated and working now. Thanks for highlighting ...

    ReplyDelete

Navigator