Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Friday, May 26, 2017

সাত বন্ধু ইয়ুসিকের - সিল্‌ভি ভিয়ালাল্‌ (অনুঃ হায়াৎ মামুদ)









অনুবাদ : হায়াৎ মামুদ

ছবি এঁকেছেন : সিল্‌ভি ভিয়ালাল্‌
 প্রকাশকাল : ১৯৭৬ 

পৃষ্ঠা সংখ্যা : ২৮ 
আয়তন : ৪২.৫ মেবা

 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : মালিনী মুখার্জী, ইন্দ্রনাথ ব্যানার্জি
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন



বিনামূল্যে ডাউনলোড করুন (সম্পূর্ণ বইটি)

5 comments:

  1. এ কেমন ম্যাজিক করছেন বলুন তো? মনে মনে যেই বইয়ের কথাই ভাবছি (মুখ ফুটে চাইছিও কি??!!), কিছুদিনের মধ্যেই সেই বইটা হাতে-গরম এনে হাজির করছেন! ধন্যবাদ দিয়ে যে শেষ করতে পারছি না! সবাই খুব ভালো থাকুন!

    ReplyDelete
  2. অসাধারন অলংকরণ... ছেলে বেলার সৃতি... আমার জীবনের প্রথম বই উফ বাবারে ও সাত বন্ধু ইউসিকে

    ReplyDelete
  3. আমি সত্যি আনন্দিত। আশির দশকে রুশ থেকে অনুদিত যে বইগুলো আমার চিন্তায় পুষ্টি যুগিয়েছে তিরিশ বছর ধরে সেই বইগুলো হারিয়ে ফেলেছিলাম। বইগুলোর মধ্যে কল্পনাপ্রতিভার, অনুভবের, বোধের এবং চিন্তার পরিচ্ছন্নতার এমন এক জগৎ বিধৃত ছিল যার কোনো তুলনা চলে না। সেই দুর্মূল্য বইগুলো খুঁজে খুঁজে পেয়ে পেয়ে আপনারা যে এত সময়, শ্রম, দৈর্য আর প্রচুর অর্থ ব্যয় করে বইগুলোকে আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা নয়, নিরন্তর ভালোবাসা। আপনাদের কল্যাণ হোক, কল্যাণ হোক।

    ReplyDelete
  4. বইটি ডাউনলোড করা যাচ্ছে না - Request Access দেখাচ্ছে -- it seems the file was shared via an old link, which is no longer valid due to a security update in Google serevr.

    ReplyDelete
    Replies
    1. সমস্যা হওয়ার কথা নয় কুন্তলদা, আরেকবার দেখবেন?

      Delete

Navigator