বইটির ডাস্ট জ্যাকেট আমরা সংগ্রহ করতে পারি নি। কারো সংগ্রহে থাকলে আর্কাইভিং-এর স্বার্থে অনুগ্রহ করে যোগাযোগ-এর পাতায় দেওয়া মেল আইডি বা ফোন নম্বরে জানাবেন। আগাম ধন্যবাদ।
ঘোষণা
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

অমল ধবল পাল - ভালেন্তিন কাতায়েভ (অনুঃ মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়)
বইটির ডাস্ট জ্যাকেট আমরা সংগ্রহ করতে পারি নি। কারো সংগ্রহে থাকলে আর্কাইভিং-এর স্বার্থে অনুগ্রহ করে যোগাযোগ-এর পাতায় দেওয়া মেল আইডি বা ফোন নম্বরে জানাবেন। আগাম ধন্যবাদ।
আমার অন্যতম প্রিয় বই। এর মত অপূর্ব বই খুব কম পড়েছি। আমার হার্ডকপিটার মলাটটা উড়ে গেছে যদিও নতুন করে বাঁধাতে হয়েছে
ReplyDeletethnx
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ।
ReplyDeleteবইটি পেয়ে অনেক অনেক বেশি আনন্দিত হলাম । কারণ সোভিয়েত থেকে প্রকাশিত এই বইটি প্রথম পরেছিলাম । এখন মনে পড়ে লেখকের নামটি কিছুতেই ঠিক ঠাক মনে রাখতে পারতাম না । কেননা এর আগে অবধি কোন রাশিয়ান নাম শোনা হয়নি । যারা এই বইগুলো আমাদের কাছে ফিরিয়ে দেয়ার পিছনে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আপনারা সবাই ভালো থাকবেন ।
ReplyDeleteএক লক্ষ কোটি ধন্যবাদ।
ReplyDeleteবইটি সংগ্রহে রাখার আপ্রাণ চেষ্টা করে খুঁজছি, কলেজ স্ট্রীটে এখনও রাশিয়ান বই দুচারটে পাওয়া যায়
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteঅনেক ধন্যবাদ :) অসাধারণ বইটার জন্য ।
ReplyDeleteঅরূপ রতন জানা