Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Saturday, July 30, 2016

অমল ধবল পাল - ভালেন্‌তিন কাতায়েভ (অনুঃ মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়)










ছবি এঁকেছেন: ভ. গরিয়ায়েভ
পৃষ্ঠা সংখ্যা : ৩৭৪
আয়তন : ৫৩ মেবা

 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : অরিজিৎ বসুরায়
স্ক্যান করেছেন :সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন

বইটির ডাস্ট জ্যাকেট আমরা সংগ্রহ করতে পারি নি। কারো সংগ্রহে থাকলে আর্কাইভিং-এর স্বার্থে অনুগ্রহ করে যোগাযোগ-এর পাতায় দেওয়া মেল আইডি বা ফোন নম্বরে জানাবেন। আগাম ধন্যবাদ।

9 comments:

  1. আমার অন্যতম প্রিয় বই। এর মত অপূর্ব বই খুব কম পড়েছি। আমার হার্ডকপিটার মলাটটা উড়ে গেছে যদিও নতুন করে বাঁধাতে হয়েছে

    ReplyDelete
  2. অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete
  3. বইটি পেয়ে অনেক অনেক বেশি আনন্দিত হলাম । কারণ সোভিয়েত থেকে প্রকাশিত এই বইটি প্রথম পরেছিলাম । এখন মনে পড়ে লেখকের নামটি কিছুতেই ঠিক ঠাক মনে রাখতে পারতাম না । কেননা এর আগে অবধি কোন রাশিয়ান নাম শোনা হয়নি । যারা এই বইগুলো আমাদের কাছে ফিরিয়ে দেয়ার পিছনে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আপনারা সবাই ভালো থাকবেন ।

    ReplyDelete
  4. এক লক্ষ কোটি ধন্যবাদ।

    ReplyDelete
  5. বইটি সংগ্রহে রাখার আপ্রাণ চেষ্টা করে খুঁজছি, কলেজ স্ট্রীটে এখনও রাশিয়ান বই দুচারটে পাওয়া যায়

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. অনেক ধন্যবাদ :) অসাধারণ বইটার জন্য ।
    অরূপ রতন জানা

    ReplyDelete
  8. Amar boro bon ai boi ta upohar peyechilo.Aj bon o nai boi, tao harea gechilo. Prai 30 bochor pore boi ta abar porte pelam ki je bhalo lagche bole bojhate parbo na. Apnader sobai ke onek onek dhonnobad.

    ReplyDelete

Navigator