Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Thursday, April 14, 2016

গ্রহান্তরের আগন্তুক - বৈজ্ঞানিক কল্পকাহিনী (অনুঃ ননী ভৌমিক)










গ্রহান্তরের আগন্তুক 

সোভিয়েত লেখকদের বৈজ্ঞানিক কল্পকাহিনী

অনুবাদ : ননী ভৌমিক
লেখক : আলেক্সান্দর কাজানৎসেভ, আলেক্সান্দর বেলিয়ায়েভ, আনাতলি দ্‌নেপ্রভ, ভ্লাদিমির সাভচেঙ্কো
প্রচ্ছদপট ও মুদ্রণ পরিকল্পনা : ভ আলেক্সেয়েভ

সূচী
গ্রহান্তরের আগন্তুক । আলেক্সান্দর কাজানৎসেভ
হৈটি টৈটি । আলেক্সান্দর বেলিয়ায়েভ
ম্যাক্সওয়েল সমীকরণ । আনাতলি দ্‌নেপ্রভ
আইভা । আনাতলি দ্‌নেপ্রভ
প্রফেসর বার্নের নিদ্রাভঙ্গ । ভ্লাদিমির সাভচেঙ্কো

পৃষ্ঠা সংখ্যা : ২২২
আয়তন : ১৪ মেবা

 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : চৈতি রহমান, নাজমুস সাদাত শাওন,ফরিদ আক্তার পরাগ, কাজি রাশেদ আব্দাল্লাহ
স্ক্যান করেছেন : চৈতি রহমান, নাজমুস সাদাত শাওন, ফরিদ আক্তার পরাগ  (কিছু পৃষ্ঠা), কাজি রাশেদ আব্দাল্লাহ (প্রচ্ছদ)
প্রসেস করেছেন : নির্জন সেন

এই বইটি বাংলাদেশের ঢাকা থেকে নাজমুস সাদাত শাওন ও  চৈতি রহমান স্ক্যান করে পাঠিয়েছেন। ১৪টি ফাইলে 1.8 জিবি র-স্ক্যান পাঠিয়েছিলেন চৈতি। প্রচ্ছদটি স্বল্প ছিন্ন অবস্থায় ছিল। সেটা  বাংলাদেশের ঢাকা থেকে স্ক্যান করে পাঠিয়েছেন কাজি রাশেদ আব্দাল্লাহ, ডঃ সুস্মিতা হোসেন নাতাশার অনুরোধে। কয়েকটি আবছা পাতার রিস্ক্যান করেছেন এবং প্রচ্ছদের রঙের সমস্যা মিটিয়েছেন মুশকিল আসান ফরিদ আক্তার পরাগ তাঁর নিজের সংগ্রহে থাকা বইটি
থেকে। 

সকলকে শুভ নববর্ষ ১৪২৩
 


14 comments:

  1. অনেক ধন্যবাদ।

    ReplyDelete
  2. Aha ki shundor noboborsher upohar!!

    ReplyDelete
  3. খুব পছন্দের একটা বই। খুব সুন্দর কাজ হয়েছে সোমনাথ দা। :-)

    ReplyDelete
  4. এপার থেকে ওপার, সব্বাইকে শুভ নববর্ষ!!!!

    ReplyDelete
  5. অনেক ভালো লাগলো এই পদক্ষেপে। বইগুলো আবারও পড়তে পারবো, ভেবে খুব ভালো লাগছে।

    ReplyDelete
  6. এই বইটি আমাদের বাড়িতে ছিল কিন্তু নেই হয়ে গিয়েছে। আমার বোন আমাকে এই বইটি বার বার চাইছিল, কিন্তু কোথাও যোগাড় করতে পারিনি। আজ পেয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete
  7. আপনাদের আত্মনিবেদনের দরুন হারিয়ে যাওয়া দারুণ এই বইগুলো পড়তে পারছি। অনেক অনেক ধন্যবাদ।

    ReplyDelete
  8. শুভ নববর্ষ সবাইকে । বইটা অমার খুবই পছন্দের । অসংখ্য ধন্যবাদ ।

    ReplyDelete
  9. বইয়ের প্রতিটি গল্প অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইলো।

    ReplyDelete
  10. ছোটোবেলায় বাবা কলকাতা বইমেলা থেকে বইটা কিনে দিয়েছিলেন। গল্পগুলো বারবার পড়েও আজও নতুন লাগে। বইটা এখন হারিয়ে গেছে কিন্তু আপনাদের দৌলতে নতুন করে পেলাম।ধন্যবাদ জানানোর ভাষা নেই।

    ReplyDelete
  11. প্রথম পড়া বৈজ্ঞানিক কল্পকাহিনী।অসাধারণ গল্প গুলো। আবার শৈশব সোভিয়েত আর ননী ভৌমিকের কাছে ঋণী।

    ReplyDelete
  12. এ ত শুধু কিছু বই নয়, পুরো শৈশবটাই ফিরিয়ে দেয়া। অনন্ত ধন্যবাদ । পয়সার অভাবে যে বইগুলো ছোটবেলায় কিনতে পারিনি সেগুলোও পাচ্ছি। আপনাদের এই অসাধারন কাজে কী কোনোভাবে সাহায্য করতে পারি

    ReplyDelete
  13. Found mention of this book in the introduction to a novel by Mohd Jafar Iqbal. Felt intrigued and wanted to read it. Soviet Books in Bengali once again did not disappoint. So excited to find a copy here! My heartfelt thanks to the entire team for creating this archive and making it accessible to us as well as everyone who donated their books.

    ReplyDelete

Navigator