গ্রহান্তরের আগন্তুক
সোভিয়েত লেখকদের বৈজ্ঞানিক কল্পকাহিনী
লেখক : আলেক্সান্দর কাজানৎসেভ, আলেক্সান্দর বেলিয়ায়েভ, আনাতলি দ্নেপ্রভ, ভ্লাদিমির সাভচেঙ্কো
প্রচ্ছদপট ও মুদ্রণ পরিকল্পনা : ভ আলেক্সেয়েভ
সূচী
গ্রহান্তরের আগন্তুক । আলেক্সান্দর কাজানৎসেভ
হৈটি টৈটি । আলেক্সান্দর বেলিয়ায়েভ
ম্যাক্সওয়েল সমীকরণ । আনাতলি দ্নেপ্রভ
আইভা । আনাতলি দ্নেপ্রভ
প্রফেসর বার্নের নিদ্রাভঙ্গ । ভ্লাদিমির সাভচেঙ্কো
পৃষ্ঠা সংখ্যা : ২২২
আয়তন : ১৪ মেবা
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : চৈতি রহমান, নাজমুস সাদাত শাওন,ফরিদ আক্তার পরাগ, কাজি রাশেদ আব্দাল্লাহ
স্ক্যান করেছেন : চৈতি রহমান, নাজমুস সাদাত শাওন, ফরিদ আক্তার পরাগ (কিছু পৃষ্ঠা), কাজি রাশেদ আব্দাল্লাহ (প্রচ্ছদ)
প্রসেস করেছেন : নির্জন সেন
এই বইটি বাংলাদেশের ঢাকা থেকে নাজমুস সাদাত শাওন ও চৈতি রহমান স্ক্যান করে পাঠিয়েছেন। ১৪টি ফাইলে 1.8 জিবি র-স্ক্যান পাঠিয়েছিলেন চৈতি। প্রচ্ছদটি স্বল্প ছিন্ন অবস্থায় ছিল। সেটা বাংলাদেশের ঢাকা থেকে স্ক্যান করে পাঠিয়েছেন কাজি রাশেদ আব্দাল্লাহ, ডঃ সুস্মিতা হোসেন নাতাশার অনুরোধে। কয়েকটি আবছা পাতার রিস্ক্যান করেছেন এবং প্রচ্ছদের রঙের সমস্যা মিটিয়েছেন মুশকিল আসান ফরিদ আক্তার পরাগ তাঁর নিজের সংগ্রহে থাকা বইটি থেকে।
সকলকে শুভ নববর্ষ ১৪২৩
অনেক ধন্যবাদ।
ReplyDeleteAha ki shundor noboborsher upohar!!
ReplyDeleteখুব পছন্দের একটা বই। খুব সুন্দর কাজ হয়েছে সোমনাথ দা। :-)
ReplyDeleteএপার থেকে ওপার, সব্বাইকে শুভ নববর্ষ!!!!
ReplyDeleteঅনেক ভালো লাগলো এই পদক্ষেপে। বইগুলো আবারও পড়তে পারবো, ভেবে খুব ভালো লাগছে।
ReplyDeleteএই বইটি আমাদের বাড়িতে ছিল কিন্তু নেই হয়ে গিয়েছে। আমার বোন আমাকে এই বইটি বার বার চাইছিল, কিন্তু কোথাও যোগাড় করতে পারিনি। আজ পেয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ।
ReplyDeleteআপনাদের আত্মনিবেদনের দরুন হারিয়ে যাওয়া দারুণ এই বইগুলো পড়তে পারছি। অনেক অনেক ধন্যবাদ।
ReplyDeleteশুভ নববর্ষ সবাইকে । বইটা অমার খুবই পছন্দের । অসংখ্য ধন্যবাদ ।
ReplyDeleteধন্যবাদ ।
ReplyDeleteবইয়ের প্রতিটি গল্প অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইলো।
ReplyDeleteছোটোবেলায় বাবা কলকাতা বইমেলা থেকে বইটা কিনে দিয়েছিলেন। গল্পগুলো বারবার পড়েও আজও নতুন লাগে। বইটা এখন হারিয়ে গেছে কিন্তু আপনাদের দৌলতে নতুন করে পেলাম।ধন্যবাদ জানানোর ভাষা নেই।
ReplyDeleteপ্রথম পড়া বৈজ্ঞানিক কল্পকাহিনী।অসাধারণ গল্প গুলো। আবার শৈশব সোভিয়েত আর ননী ভৌমিকের কাছে ঋণী।
ReplyDeleteএ ত শুধু কিছু বই নয়, পুরো শৈশবটাই ফিরিয়ে দেয়া। অনন্ত ধন্যবাদ । পয়সার অভাবে যে বইগুলো ছোটবেলায় কিনতে পারিনি সেগুলোও পাচ্ছি। আপনাদের এই অসাধারন কাজে কী কোনোভাবে সাহায্য করতে পারি
ReplyDeleteFound mention of this book in the introduction to a novel by Mohd Jafar Iqbal. Felt intrigued and wanted to read it. Soviet Books in Bengali once again did not disappoint. So excited to find a copy here! My heartfelt thanks to the entire team for creating this archive and making it accessible to us as well as everyone who donated their books.
ReplyDelete