কৃতজ্ঞতা স্বীকার
About
ভূমিকা
উপস্থাপনায়
Random Posts
Mr. Arun Som's request
ঘোষণা
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
লেভ তলস্তয়ের বিখ্যাত বইটি ধার দেয়া ও এত মোটা বই কষ্ট করে স্ক্যান করার জন্য সোমনাথকে অনেক শুভেচ্ছা এবং কষ্ট করে নিখুঁত প্রসেসিং-এর জন্য সৌরদীপকেও অনেক শুভেচ্ছা। বিশেষ করে ভেতরের ছবিগুলির প্রসেসিং-এর কাজ অসাধরণ হয়েছে।
ReplyDeleteIt's a Very Good Post. I am happy to read this. Thank you! : Admin of Bangla Bhumi
ReplyDeleteEkti mohan uponyas
ReplyDeleteদাদুর দস্তানায় প্রথম কমেন্ট
ReplyDeleteটলস্টয়ের উপন্যাস! আহা, দেখলেই জিভে জল চলে আসে :D
ReplyDeleteআজকে পুরান বইয়ের দোকান ঘুরে ফিরে বইটা পেয়ে গেলাম এবং কিনলাম এক খুব কাছের বন্ধুকে গিফট দেবার জন্য... যদিও কেনার পর গিফট করে দিতে হবে ভাবতেই কলজে ছিঁড়ে যাচ্ছিল প্রায়! প্রায় মনস্থিরও করে ফেলেছিলাম যে নিজের কাছে রেখে দিয়ে অন্য কোন বই দিয়ে দিব... কিন্তু পরে দেয়ার মত ঘেটেঘুটে আর কিছু না পেয়ে শেষ পর্যন্ত দিয়ে দিতেই হচ্ছে! তাই এই ঝকঝকা পিডিএফ খানা পেয়ে ডাউনলোড করে মনের দুঃখ কিছুটা লাঘব করলাম! এত সুন্দর পরিচ্ছন্ন একটা পিডিএফ আমার মত পাঠকদের জন্য বানিয়ে দেবার জন্য এই ব্লগের সব ভাই-বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দিয়েও ঠিক পোষাচ্ছে না...! আপনাদের জন্য অনেক শুভকামনা রইল! :)
ReplyDeleteবিনামূল্যে এমন একটা অসাধারণ বই পেয়ে যাব ভাবিনি। অশেষ ধন্যবাদ আপনাদেরকে। শুভকামনা রইলো।
ReplyDeleteআমি কি বইটি পড়তে পারবো? কেউ আমার অনুরোধে সাড়া দিচ্ছে না। দয়া করে আমাকে পড়ার সুযোগ দিয়ে বাধিত করুন। আমার মত দরিদ্রদের দয়া না করিলে আমরা জ্ঞানহীনই থেকে যাব আজীবন
ReplyDeleteঅনেক শুভেচ্ছা
ReplyDelete