Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

  • নিকোলাই রোয়েরিখ - প. বেলিকভ ও ভ. ক্ নিয়াজেভা (অনুঃ ননী ভৌমিক)
  • পিঁপড়ে ও পায়রা - লেভ তলস্তয় (অনু: কৃষ্ণা রায়)
  • জাদুমানিক আখানরাবো - উজবেক উপকথা (অনুঃ পূর্ণিমা মিত্র)
  • কেলে ভূতো - সামুইল মারশাক (অনুঃ ননী ভৌমিক)
  • সোভিয়েত আইন ও আদালত - ভ্লাদিমির তেরেবিলভ (অনু: দ্বিজেন শর্মা)
  • শকট থেকে রকেট - সের্গেই মিখালকভ (অনু: ননী ভৌমিক)

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Sunday, November 16, 2014

সমাজতান্ত্রিক বিপ্লব (বক্তৃতা ও প্রবন্ধ সংকলন) - ভ. ই. লেনিন (অনু: দ্বিজেন শর্মা)









রচনা : ভ. ই. লেনিন
অনুবাদ :
দ্বিজেন শর্মা

প্রকাশনা :  প্রগতি প্রকাশন, মস্কো

পৃষ্ঠা সংখ্যা :
৬৭৪
  আয়তন : ৪৬ মে. বা.
 
 


কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন অরুণাভ লাহিড়ি
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : সৌরদীপ সিনহা

10 comments:

  1. ছশো চুয়াত্তর পৃষ্ঠার এই বইটির প্রতিটি পৃষ্ঠা ধৈর্য ধরে স্ক্যান করা যেমন কষ্টের ততোধিক কষ্টের হল ওই সুবৃহৎ সূচিপত্রের প্রতিটি বিষয়কে ধৈর্য ও নিষ্ঠা সহকারে হাইপারলিঙ্ক ষুক্ত করা।

    সোমনাহ আর সৌরদীপ দুজনকেই কুর্ণিশ।

    ReplyDelete
  2. সৌরদীপ কি সুন্দর প্রসেস করেছে বইটা! মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়।

    ReplyDelete
  3. osadharon :)

    moharaja.....tomay selam :)

    ReplyDelete
  4. ধন্যবাদ, সংগ্রাহক, কুশীলবদেরকে। যারা নবযুগে, নবমানুষের জন্য, নতুন বিশ্বের প্রযুক্তিতে এই জ্ঞান দরজা নতুন করে উন্মুক্ত করে দিয়েছেন। সবগুলো বই-ই থাকা চাই। আমার ছেলেমেয়েরা পড়বে। ড. খান।

    ReplyDelete
  5. অনেক অনেক ধন্যবাদ সোমনাথ দা, নির্জন দা, সৌরদীপ দা, পরাগ দা ও প্রসেনজিৎ দা কে এই দুঃসাহসিক উদ্যোগ নেয়ার জন্য। অনেক শুভকামনা রইল আপনাদের জন্য যেন এই প্রজেক্ট টি সম্পূর্ণরুপে শেষ করতে পারেন। যে বই গুলোর জন্য একসময় পুরনো বইয়ের দোকান এ হন্য হয়ে ঘুরতাম সে বইগুলো কে আজ চোখেসামনে দেখে কি যে ভাল লাগছে বলে বুঝাতে পারব না। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। কার্ল মার্ক্স এর 'পুঁজি' সিরিজ, মার্ক্স এঙ্গেলস এর রচনাবলী, লেনিন এর রচনাবলীর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকলালাম। যদি কখনো দুষ্প্রাপ্য কোন সভিয়েত বই, ম্যাগাজিন দিয়ে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই আপানদের সাথে যোগাযোগ করবো।
    ইতি
    পিনাকী চৌধুরী
    ইফেসকু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

    ReplyDelete
  6. আপনাদেরকে ধন্যবাদ না দেয়াটা সংকীর্ণতা বটে। কিন্তু কটা বই এর জন্য ধন্যবাদ দেব বলুন। অনেক শ্রদ্ধা আর ভালবাসা রইল পুরো টিম এর জন্য। সালাম।

    ReplyDelete
  7. আপনারা খুব ভালো কাজ করেছেন। আমার একটা অনুগ্রহ রাখবেন?
    আমি চাই yakov perelman-এর যত বাংলা অনুবাদিত বই আছে। সেগুলো upload করুন। আমি চির কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে।

    ReplyDelete
  8. Salute salute salute. Abissasso bole mone hoy. Ei kajer kono tulona chole na. Ei kajer sathe jukto samosto udyomi udyogi manushder janai amar sashroddho pronam.

    ReplyDelete
  9. 'সমাজতান্ত্রিক বিপ্লব (বক্তৃতা ও প্রবন্ধ সংকলন) - ভ. ই. লেনিন (অনু: দ্বিজেন শর্মা)' বইটি ডাউনলোডের লিংক কাজ করছে না।
    অনুগ্রহ করে ব্যাপারটি দেখবেন।
    অনেক ধন্যবাদ।

    ReplyDelete

Pages (22)1234 Next

Navigator