Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Thursday, October 30, 2014

ছোরা - আনাতোলী রীবাকোভ (অনু: রথীন্দ্র সরকার)











রচনা : আনাতোলী রীবাকোভ
অনুবাদ :
রথীন্দ্র সরকার

প্রকাশনা :  বিদেশী ভাষায় সাহিত্য প্রকাশালয়, মস্কো

প্রচ্ছদপট ও মুদ্রণ পরিকল্পনা:  ভ্‌লাসভ
পৃষ্ঠা সংখ্যা :
৩৩৬
  আয়তন : ২১ মে. বা.
 
 


কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : অদিতি সরকার
স্ক্যান করেছেন : প্রসেনজিৎ 
প্রসেস করেছেন : প্রসেনজিৎ

6 comments:

  1. kono jobab nei. ek oitihasik procesta. e je sanskritir ki boro upokar holo ta du ek kothay bojhate parbo na. anek anek shubhechcha.

    ReplyDelete
  2. পড়তে পড়তে দৌড়ে চলে এলাম শুধু কমেন্টটা করতে। এত্ত ভালো লাগলো পড়তে গিয়ে। আমার অত্যন্ত ভালোবাসার বইগুলোর মধ্যে একটা হল "ভালেনতিন কাতায়েভের- অমলধবল পাল"।
    এই বইটা পড়তে পড়তে সেই সেইটার মত সুর সেই স্বাদ পাচ্ছি। অসাধারণ...
    আর এইটাকে পুনরুজ্জীবিত করার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ।

    ReplyDelete
  3. অনেক ধন্যবাদ :)

    ReplyDelete
  4. Joddur mone porchhe "Chhora" boiti Kolkatar kono ek publisher republish korechhilo... most probably Mukherjee Publisher... late 90s or early 2000... thik kheyal nei.

    ReplyDelete
  5. download link is not working, brother. Please kindly re-upload this awesome book.

    ReplyDelete
  6. লিংক ঠিক করে দিয়েছি। এখন ডাউনলোড হচ্ছে। জানানোর জন্যে ধন্যবাদ।

    ReplyDelete

Navigator