পৃষ্ঠা সংখ্যা : ১২২
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : ফরিদ আক্তার পরাগ
স্ক্যান করেছেন : ফরিদ আক্তার পরাগ
প্রসেস করেছেন : ফরিদ আক্তার পরাগ
পরিমার্জনা ও পিডিএফকরণ : প্রসেনজিৎ
বইটির প্রচ্ছদ ও অন্য কয়েকটি পৃষ্ঠা দিয়েছেন ডাঃ জোহা এম. এম. হোসাইন
এই ব্লগের তরফে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা
তোমাদের অনেক অনেক ধন্যবাদ প্রসেঞ্জিৎ, বইটা ব্লগে দেবার জন্য । দেখলাম, তোমার বাকি কাজ অসাধারণ হয়েছে । আশা করি বইটি ব্লগের সকলের ভীষণ ভাল লাগবে । প্রিয় বই প্রিয় মানুষদের সাথে শেয়ার করার আনন্দটাই আলাদা ।
ReplyDeleteঅনেক ধন্যবাদ, পরাগদাদা। আপনি বলেছিলেন যে এই বইটা আপনার খুব প্রিয়। আমি আপনাকে আগেও বলেছিলাম যে এই বইটি আপনি যেমন সুন্দর স্ক্যান করেছেন, সর্বোপরি এমন অসম্ভব সুন্দর প্রসেস করেছেন যে আমি হতবাক। আপনি মুছে যাওয়া আঁকা, এমনকি লেখা পর্যন্তও ফিরিয়ে এনেছেন!
Deleteবইটার বাকি কাজটুকু করার সময়ে প্রতি মুহূর্তে ভয়ে-ভয়ে থেকেছি আপনার এত প্রিয় আর এত যত্নে নিখুঁত করা বইটার সঙ্গে সুবিচার করতে পারব কিনা। সত্যি পেরে থাকলে আমি ধন্য।
এই বইটার নাম আমার কাছে থাকা কয়েকটা রুশ বইয়ের পেছনে দেখেছি। কোনদিন চোখে দেখিনি।
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ... চোখে তো বটেই চেখে দেখবার সুযোগ পাওয়া গেল এবারে