অঙ্গসজ্জা : ইয়া মালিকভ
পৃষ্ঠা সংখ্যা : ২৭০
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : নীলাঞ্জন দত্ত
স্ক্যান : সোমনাথ দাশগুপ্ত, ঋতুপর্ণা
প্রসেসিং : ঋতুপর্ণা
ডাউনলোড করুন
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
মনে হচ্ছে এটা নতুন বই।অনেক ধন্যবাদ।
ReplyDeleteপুরোনোটা আছে তোমার কাছে? একটু ফেসবুকে কানেক্ট করবে?
Deleteসমর সেন , কামাক্ষি প্রসাদ চট্টপাধ্যায়, সুপ্রিয়া ঘোষ এর অসাধারণ সব অনুবাদ...এখন ও পড়ছি বরিস পলেভয়ের
ReplyDelete" মানুষের মত মানুষ " সমর সেন অনুদিত ... কি ভাবে একটি দেশের সংস্কৃতি কে ইকনমিক লিবারেশন এর নামে শেষ করে দেয়া যায়...রাশিয়া তার এক উদাহরণ ।
অনুবাদগুলো সাহিত্য হিসেবেও অনন্য। এঁদের উপর অনেক বেশি গবেষণামূলক কাজ হওয়া উচিত।
DeletePappuda....Eta Nilanjan dhar diyechhilo Na?
ReplyDeletehya to.
Deleteekta Italyr rupkatha amar cchilo, tate patay patay oporup sketch. amar college life e kono bondhu sei boiti niye ar ferot deyni... erpor ar sei purono songskoron ti dekhini.. eta notun songskoron... karur kacche oi purono , dhusor sobuj ronger molater, patay patay sketch anka boita thakle upload koro ....
ReplyDeleteঅনেক ধন্যবাদ যশোধরাদি। ব্লগের এই http://sovietbooksinbengali.blogspot.in/p/blog-page_4.html পাতার জন্য আপনার লেখার অপেক্ষা করছি। ভাল থাকবেন, সঙ্গে থাকবেন।
Deleteঅসংখ্য ধন্যবাদ বইটির জন্য। :)
ReplyDeleteদারুণ একটি বই। খুব উপভোগ করেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
ReplyDelete